|
MR-9: Do or Die - Masud Rana Movie |
Flim : MR-9: Do or Die - Masud Rana Movie
Genre :Action,Drama ,Thriller
Director: Asif Akbar
Release date: August 25, 2023 (USA)
Story by: Qazi Anwar Hussain
Distributed by: Avail Entertainment
Budget: 830 million BDT
Writer: Abdul Aziz, Asif Akbar, Nazim Ud Daula
Starring: ABM Sumon, Michael Jai White, Sakshi Pradhan, Niko Foster, Matt Passmore, Oleg Prudius, Kelly Greyson, Omi Vaidya, Shahidul Alam Sachchu and Frank Grillo
Producer: Abdul Aziz, Asif Akbar, Colin Bates, Philip Tan, Hemdee Kiwanuka and Al Bravo
Executive Producer: Niko Foster, Peter Nguyen, Enayet Akbar Milon, Airr Phanthip
Music by: Ricky Kej
Produced and Presented by: Jaaz Multimedia, The Film Post, Chasing Butterflies Pictures, Al Bravo Films and MR-9 Films
Storyline :
Based on the original novel Masud Rana by Qazi Anwar Hossain .An elite Bangladeshi spy teams up with a CIA operative to bring down an international criminal organization headed by a ruthless businessman.
Based on the highly popular Bangladeshi spy novel series Masud Rana. With a code name of MR-9 (ABM SUMON) is a very highly skilled and veteran spy for the BCI, with a muddled past, he is chosen to join forces with an elite group of International Espionage Agents, set up by the CIA operatives Duke (Michael Jai White) and Taylor (Niko Foster) for a joint operation, including an Indian spy Devi (Sakshi Pradhan) in the mix. Together they race against the clock with the mission to stop an international terrorist attack targeted for Las Vegas, organized by RNR, a high tech corporation run by Roman Ross (Frank Grillo) and his insidious plan to change the current world order.
Where to Watch MR-9: Do or Die - Masud Rana Movie Online?
After the theatrical release of MR-9: Do or Die - Masud Rana Movie It will be release on OTT platforms . Then it can be watched online in computer, laptop, or any internet browser supported devices.
MR-9: Do or Die - Masud Rana Movie OTT Release Date
Bengali’s film ‘1MR-9: Do or Die - Masud Rana Movie OTT release date is not announced yet. But it may assume the officials will announce the OTT release date In Jazz Multimedia
এম আর নাইন (MR - 9) : মাসুদ রানার আধুনিক উপস্থাপন
কিংবদন্তি থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেন রচিত 'ধ্বংস পাহাড় '(১৯৬৬) উপন্যাস থেকে নির্মিত হয়েছে স্পাই থ্রিলার ছবি 'এম আর নাইন (MR - 9)। বাংলাদেশী বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নির্মিত ছবি। বাংলাদেশ-আমেরিকা যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
'ধ্বংস পাহাড়'-এর গল্পে ছিল একজন প্রতিভাবান বিজ্ঞানী কবির চৌধুরী কাপ্তাই শহরের কাছে একটা পাহাড়ের ভেতর আলট্রা সোনিকস অ্যান্টি-গ্র্যাভিটি নিয়ে গোপনে গবেষণা করে। কাপ্তাই বাঁধ তৈরির ফলে বিশাল লেকের নিচে তলিয়ে যাচ্ছে পাহাড়টা। তার দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় একটা ম্যাসাকার করার আয়োজন হয় সেটাকে নস্যাৎ করার দায়িত্ব পড়ে কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মাসুদ রানার ওপর। মাসুদ রানা-র কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির কোড নাম হয় ' এমআর নাইন'।
এ গল্পকে উপস্থাপন করা হয়েছে আধুনিক উপস্থাপনায়। দেশি-বিদেশি লোকেশনে স্পাই থ্রিলারের যথার্থ ব্যবহার করা হয়েছে। যে ধরনের লজিস্টিক সাপোর্ট পেলে ১৯৬৬ সালে রচিত থ্রিলারকে বর্তমান সময়ের চাহিদামতে উপস্থাপন করা যায় সেটাই করা হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য ইংরেজিতেই মুক্তি দেওয়া হয়েছে, প্রয়োজনমাফিক বাংলা ব্যবহার হয়েছে দেশীয় লোকেশনে।
প্রধান চরিত্রে এবিএম সুমন মাসুদ রানার ব্যক্তিত্ব অনুযায়ী পারফেক্ট। তার বডি ফিটনেস, ইংলিশ অ্যাকসেন্ট অসাধারণ। যে ধরনের স্মার্টনেস দাবি করে চরিত্রটি সুমন সেটাই করে দেখিয়েছে। ভারতীয় স্পাইয়ের ভূমিকায় সাক্ষী প্রধানও ভালো পারফর্ম করেছে। আনিসুর রহমান মিলনের চরিত্রটি অন্যতম আকন্ষণীয় চরিত্র, মিলনের অ্যাকসেন্টও বেশ ভালো ছিল। সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বিদেশি অভিনয়শিল্পীদের ন্যাচারাল অভিনয়। তাদের মধ্যে প্রফেশনালিজম শতভাগ ছিল। বাংলাদেশের অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে ছিল শহীদুল আলম সাচ্চু, জাহিদ হাসান শোভন, এলিনা শাম্মী এবং বিদেশিদের মধ্যে ফ্রাঙ্ক গ্রিলো, দ্য গ্রেট কালী, মাইকেল জে হোয়াইট প্রমুখ।
কমার্শিয়াল ছবিতে গান আমাদের জন্য অবধারিত থাকে কিন্তু এ ছবিতে দু'এক লাইন প্রয়োজনমাফিক ছাড়া আর গান নেই। থ্রিলারের বিষয়টাই শুরু থেকে শেষ পর্যন্ত ছবিতে প্রধান ছিল। বিজিএমের ব্যবহার বর্তমান সময়ের ছবির মধ্যে সেরা বলতে হবে। দেশের বাইরের লোকেশন তো অনবদ্য এবং বিভিন্ন দেশের কালচারের বিষয়টাও অন্যভাবে উঠে এসেছে যার মধ্যে চীনা মার্শাল আর্টের অংশটুকু দারুণ ছিল।
'এম আর নাইন (MR -9)' সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রে বড় একটা জায়গা জুড়ে থাকবে। আমরা আমাদের কমার্শিয়াল ছবির যে পরিবর্তনের কথা বলছি এ ছবিটি তার অন্যতম প্রধান পদক্ষেপ হয়ে থাকবে।
রেটিং - ৮/১০
Important:All the images we have used on our site its credit goes to their respective owners, specially Jazz Multimedia . We have collected all these information from across the internet so if you find any misleading information or you has any information that is not listed on our article about MR-9: Do or Die - Masud Rana Movie kindly contact us.
Join Telegram