নিজস্ব প্রতিনিধি September 29, 2023
Eto Jam Ken
Eto Jam Keno Bengali Lyrics Mp3 Download

Song  : Eto Jam Ken? ( এতো জ্যাম কেন? )

Artists: Uday Mahmud, Sadi Vai, Ahosan Habib Aonkon, Radion Hossaion, Hasib Qadri & HRT

Cast : Uday Mahmud, Sadi Vai, Ahosan Habib Aonkon, Radion Hossaion, Hasib Qadri, HRT, Sajin, Hridoy, Dhaly Arif, Bijoy,Tahsan Rashid, Samayra Tabassum, Riya Moni, Raisul Islan Ratul, Kazi Bishal, Mamun, Santo, Sindit Zaman, Rakibul Islam Roman, Situ, Sikhor, Sorif, Sifat, Jubayed, Sihab, SahaAle, Rabbi, Abir Hossain, sujon

Prominent Guest Artists : Aly Hasan , Jahid Islam, Kuntal Bishwas Buki   

Alaiddin Lal, Md. Shakil Shah,  Arnob Zaman & Isha Khan Duray 

Lyric & Tune : Uday Mahmud

Music : Sadi Vai

Studio : CBLS RECORDS

Mixing & Mertering : Sadi Vai

Edit & Color: Uday Mahmud

DOP: Mahmud Emon

Director: Sadi Vai & Ahosan Habib Aonkon 

Co-ordinated by : Isha Khan Duray

Language : Bangla

Label : G Series

Download Mp3 -4MB

Join Telegram

Lyrics:

কিও সাদি ভাই, এতো গরম!

সামনে গিয়া জ্যাম এ পরলে লাগবো আরো চরম। 

তাইলে আজকেও তো লেট, লাগায় দিবো গেট। পড়ালেখা বাদ দিয়া মুছতে হইবো প্লেট। 

তোমার মুছতে হইবো প্লেট, আর আমার বসে দিবো থ্রেইট, হুদা প্যাঁচাল না পাইরা,  ধরো বাসের গেট। 

উফ! এতো জ্যাম কেন? ভাই সামনে থেইকা সরেন একটু সাইড দেন, ধুরু মিয়া। উফ! এতো ভিড় কেন,? গরমে মাথা ঘুরে তাড়াতাড়ি ফ্যান দেন, চালু দে।

ভাই বান্দর ঝুলে গাছে, আর মানুষ ঝুলে বাসে, জ্যামের মধ্যে বইয়া থাকলে কেমনে জামু ক্লাসে? 

ঘণ্টার পর ঘণ্টা যখন বইয়া থাকি বাসে, আর

ফোনের উপর ফোন দিয়া চিল্লাইতাছে বসে।

শালার কি কউয়ার আছে? 


জ্যামের পরিস্থিতি এমন হইছে, ঠ্যাং  ভাইংগা বাসে। 

কেউ যন্ত্রনাতে আছে, কেউ প্যান্ট খুইল্লা নাচে। 

মাঝে মধ্যে মন চায় উইড়া যাইগা আকাশে।

এইডা কোনো কথা ভাই? খালি রাস্তা কেমনে পাই। দিনের পর দিন যায় মাসের পর মাস যায়, পুটকি দিয়া বাঁশ জায়, জ্যামে পইরা শ্বাস যায়।

কথা কিন্তু ঠিক, আরে ঘামে ভিজ্জা চিত

চলো নাইমা এবার হাঁটা ধরি এটাই হইবো ঠিক। 

এটা মঘের মুল্লক নাকি? বাসের ভাড়া দিছেন নাকি? মিয়া ভাড়া দিয়া নাইমা যাইয়েন কিয়ের আবার বাকি? 

ওই কি হইসেরে দাঁড়া হুনি, কেডায় দেইনাই ভাড়া, ওরে ধইরা আইনা ঘাড়া, ভাই কি সমস্যা কোনতো হুদাই ক্যান দিতাসেন ঝাড়ি, গরিব হইয়া জন্ম নিছি  রাস্তায় চালাই গাড়ি।


ওই মিয়া! কেরে দেই ঝাড়ি?

কুম্বালাত্তে বইয়া রইছি,আজ্ঞায়না তোর গাড়ি

তাইলে কেমনে যায়াম বাড়ি কইনচে কেমনে যায়াম বাড়ি?

হাঁটি হাঁটি পা-পা সামনে থেইকা চাপা। ট্রাফিক পুলিশ কই গেলো সামনে একটু আগা। 

৬টা থেইকা ৯টা রাত একি কাহিনি।

আরে এই হইবো সেই হইবো আরো কতো কি হইবো, এতো কথা বাদ দাও ভাই, রাস্তা কবে ফ্রি হইবো? 

মনের কথা কইবা কারে জাইতে আইতে জ্যাম,

 ভুগি চুগি ৪০০,  আর বুঝায় ভাতের ফেন। 

ঠুপ্পুর ঠাপ্পুর ঠাস আর ঠাপ্পুর ঠুপ্পুর ঠুস, ঠুস খাইয়া হুশ , ওমা কাকার হাতে ঘুষ। 


এতো গরম তার মধ্যে জ্যাম এর উপর জ্যাম। 

ধুরু জ্যাম ঠেইল্লা হাইট্টা হুইট্টা ব্যাথা হইচে ঠ্যাং। 

ভায়া প্যারা নিও না,  এই মামা যাইবা নাকি, লইয়া জাওনা যামু সামনের কলেজে। 

জ্যামের মধ্যে রিকশা লইছোছ কেমনে যামু অফিসে? দেরি হইলে আজকে কিন্তু চাকরি থাকবো না। আবার চাকরি ছাড়া আমগো কিন্তু সংসার চলবো না। 

কি করবা করার কিছু নাই,  যা দেখছি বলার কিছু নাই। যা হউয়ার হইছে রে ভাই ক্লাসে  যামু নামায় দিয়েন ভাই।  ধুরু জ্যামের মধ্যে বইয়া থাকমু কোনো  মানে নাই, আরে সময় মতো কর্মে যাইবা কোনো উপায় নাই। 


তাইলে কি কউয়ার আছে? এমন জ্যাম যুদ্ধ মাইনা নিয়া  ঝুলতে থাকে বাসে, আরে যাত্রা শুরু জ্যামে পুরা সময় টাইন্না নিছে, আরে......

উফ! এতো জ্যাম কেন? ভাই সামনে থেইকা সরেন একটু সাইড দেন, ধুরু মিয়া। উফ! এতো ভিড় কেন? গরমে মাথা ঘুরে তাড়াতাড়ি ফ্যান দেন, চালু দে

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

নিজস্ব প্রতিনিধি September 29, 2023
Amar Buker Vitor Ki Jontrona Lyrics Emon Khan
Amar Buker Vitor Ki Jontrona Lyrics Emon Khan

Song: Amar Buker Vitor Ki Jontrona

Singer: Emon Khan

Lyric: Ranak Rayhan

Tune: Ranak Rayhan

Music: Ahmed Sajeeb

Label: Taranga Music Center

Publishing Date: 28/09/2023

℗ Akash sarker

Download Mp3 -4MB

Join Telegram

Lyric: 

বুকের ভিতর কি যন্ত্রণা।

ইমন খান।

কথা সুর : রনক রায়হান।

মিউজিক : আহমেদ সজীব।


আমার বুকের ভিতর কি যন্ত্রণা,

আমি ছাড়া কেউ জানেনা,

এতো কষ্ট নিয়া মানুষ বাচতে পারেনা,

আমার মতো এতো কষ্ট, বিধি তুমি আর কাউকে দিওনা  ।।


মরার পরে দোযখ আছে, দেখিনি তা কেমন, বেচে আছি বুকে নিয়ে দোযখেরই দহন,

Related Posts

নিয়তির এ কেমন লেখা,

পাইলামনারে সুখের দেখা, সুখ পাখিটার কাছে আমি রইলামরে অচেনা  ।।

প্রথমত ভুল করেছি পৃথিবীতে এসে, দ্বিতীয় ভুল করছি আমি কাউকে ভালোবেসে 

এই জগতে কেউ কারো নয়,আসলে সবই অভিনয়,

রনক রায়হান তাইতো কারো আপন আর হইলোনা  ।।

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

নিজস্ব প্রতিনিধি September 28, 2023
Nesha Akhon Notun Jibon Lyrics Gogon Sakib
Shartho Khuje Bodle Gecho GOGON SAKIB Tiktok Viral Song 2023 Kokhono Gaja Kokhono Babaগগন সাকিব

Song : Nesha Akhon Notun Jibon Return

Singer: Gogon Sakib

Lyrics & Tune : MSB

Music : Munshi Jewel

Cast : Gogon Sakib,Shraboni & others

DOP:  Js Jeeshan

Director : Biplob Hossain

Edit & Colour : Zubayer Hossain

Label : SS Music

Download Mp3 -4MB

Join Telegram

Lyrics:

কখনো গাঁজা, কখনো বাবা

কখনো গাঁজা, কখনো বাবা

মদ ছাড়াতো চলে না,

নেশা এখন নতুন জীবন

অতীতের কথা ভাবি না।


যে তুমি আপন ছিলে

দূরে সরে গিয়েছো,

অবুঝ এ হৃদয়টারে শূন্য

করে দিয়েছো।

স্বার্থ খুঁজে বদলে গেছো

নেশা আপন করেছে,

নেশাও আজ তোমার মতো

আমায় নষ্ট করেছে।


কখনো গাজা, কখনো বাবা

কখনো গাজা, কখনো বাবা

মদ ছাড়াতো চলে না,

নেশা এখন নতুন জীবন

অতীতের কথা ভাবি না।


আমার গানের প্রতিটা সুরে

তোমায় আমি খুঁজে যাই,

তুমি ছাড়া শূন্য লাগে

হৃদয়েরই আঙিনায়।


কার চোখে চোখ রেখে

অভিমান ভুলে যাও,

ভালোবাসি বলে আজ

কার বুকেতে মাথা দাও।

তোমায় কেন পাইনা খুঁজে

আমার শহর টায়?

কার শহরে আলো মাখো

আঁধার দিয়া আমায়?


কখনো গাঁজা, কখনো বাবা

কখনো গাঁজা, কখনো বাবা

মদ ছাড়াতো চলেনা,

নেশা এখন নতুন জীবন

অতীতের কথা ভাবিনা।


তোমার দেওয়া স্মৃতি ভুলতে

নেশার জীবন ধরেছি,

তোমার চোখে হাসির জোয়ার

আমার চোখে পানি।


কেমন করে তোমার স্মৃতি

ভুলে থাকতে পারি আমি,

চাইনা নেশা চাইনা তোমায়

আঁধার ছেড়ে আলো চাই।

Related Posts

তাইতো তোমায় ভুলতে আমি

নেশার নৌকা বেয়ে যাই,

তুমি বেস সুখে আছো

অন্য কারো পিঞ্জিরায়।


কখনো গাঁজা, কখনো বাবা

কখনো গাজা, কখনো বাবা

মদ ছাড়াতো চলে না,

নেশা এখন নতুন জীবন

অতীতের কথা ভাবিনা।

এই আমি কেমন আমি যদি জানিতাম

আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম,

আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম।

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

নিজস্ব প্রতিনিধি September 23, 2023
How to check block before buying domain?
How to check block before buying domain?

Welcome To DaudBd Blog!

ডোমেইন হচ্ছে ওয়েবসাইটে ঠিকানা বা এড্রেস | আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ডোমাইন কেনার আগে ডোমাইন অবশ্যই চেক করবেন আপনার ডোমাইন  ব্লক আছে কিনা ?

ডোমেইন কেনার আগে ডোমেইনের সাথে সংযোগিত কিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ্য চেক করা গুরুত্বপূর্ণ যেসব উপায়ের মাধ্যমে আপনি ডোমেইনের জন্য স্বাগতপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে পারেন:

ডোমেইন কেনার আগে কিভাবে চেক করবেন?

ডোমেইন এর History চেক

 করে নিন। আপনার পূর্বে কেউ ডোমেইনটি কিনেছিলো কি না? কিনলে সেটি কতদিন ব্যবহার হয়েছে? কতবার কেনা হয়েছে ইত্যাদি বিষয় অবশ্যই চেক করে নিবেন।History চেক

আর্কাইভ চেক

পূর্বে যদি কেউ ডোমেইনটি কিনে থাকে, তাহলে কি কাজে ব্যবহার করেছে সেটি চেক করে নিন। যদি খারাপ কোন কাজে এর আগে ডোমেইনটি ব্যবহার হয়ে থাকে, তাহলে ওই ডোমেইন কেনা থেকে বিরত থাকুন। আর্কাইভ চেক

ফেসবুক ব্লক চেক

যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেটি ফেসবুকে ব্লক আছে কিনা, যাচাই করে নিন। ফেসবুকে ব্লক থাকলে ওই ডোমেইনের কোন কনটেন্ট ফেসবুকে শেয়ার দেওয়া যাবেনা তাই এটি চেক করা জরুরী। ফেসবুক ব্লক চেক

এডসেন্স ব্লক

ডোমেইন টি গুগল এডসেন্সে ব্লক আছে কিনা তা যাচাই করে নিন। যদি ব্লক থাকে তাহলে সেই ডোমেইন দিয়ে এডসেন্স এপ্রুভাল পাবেন না।এডসেন্স ব্লক 

ট্রেডমার্ক চেক

ডোমেইনটি কোন কোম্পানীর কপিরাইট বা ট্রেডমার্ক করা আছে কিনা যাচাই করে নিন। যদি ট্রেডমার্ক করা থাকে তাহলে ওই ডোমেইন রেজিষ্ট্রেশন করা বিরত থাকুন। ট্রেডমার্ক চেক

DMCA চেক

যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন তা অবশ্যই DMCA চেক করে নিবেন। যদি ডোমেইনে কোন DMCA প্যানাল্টি থাকে তাহলে ওই ডোমেইন কেনা যাবে না। DMCA চেক

Related Posts

ডোমেইনের মূল্য চেক করুন:

 ডোমেইনের মূল্য পরীক্ষা করে ডোমেইন নেমের বর্তমান মূল্য জানা গুরুত্বপূর্ণ। এটি আপনার ডোমেইন নেমের সঠিক মূল্য নির্ধারণ করে তা স্বাস্থ্যসম্মত প্রদান করতে সাহায্য করতে পারে।

স্যাডন্যেস রেকর্ড চেক করুন: 

স্যাডন্যেস রেকর্ড একটি ডোমেইনের সঠিক স্যাডন্যেস এবং বৈধতা নির্ধারণ করে তা ডোমেইন নেম নির্ধারণ করতে সাহায্য করতে পারে। এই প্রয়োজনীয় তথ্য ডোমেইনের উপলব্ধতা এবং মূল্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এই সমস্ত মৌলিক তথ্য এবং চেকপ্রক্রিয়াগুলি আপনাকে ডোমেইন কেনার সময়ে উপকারী হতে সাহায্য করতে পারে। এগুলি আপনাকে ডোমেইন নেম কেনার নির্ধারণে সাহায্য করতে সাহায্য করতে পারে এবং নিশ্চিত করতে সাহায্য করতে পারে যে ডোমেইন নেম ক্রয় সুরক্ষিত এবং ব্যাবসায়িক উদ্দেশ্যে উপযুক্ত।

শেষকথা

আর্টিকেলটি পরে যদি আপনার উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না

নিজস্ব প্রতিনিধি September 19, 2023

Resetting a Blogger/Blogspot template to a blank template involves reverting your blog's design to the default template provided by Blogger. Please note that this process will remove any customizations you've made to your template, so be sure to back up any important content or customizations before proceeding. Here are the steps to reset your Blogger template to a blank template:

How To Reset Blogger Template | Blank Theme Download
How To Reset Blogger Template | Blank Theme Download

How To Reset Blogger Template :

Log in to your Blogger Account:

Go to Blogger and log in with the Google account associated with your blog.

Access the Blogger Dashboard:

After logging in, you should be taken to the Blogger dashboard where you can see a list of your blogs.

Select the Blog:

Click on the blog you want to reset the template for. This will open the blog's settings and dashboard.

Go to the Template Section:

In the left-hand menu, click on "Template." This will take you to the template customization page.

Backup Your Current Template (Optional but Recommended):

Before making any changes, it's a good idea to back up your current template. To do this, click on the "Backup/Restore" button in the upper-right corner of the template page. Click on "Download" to save a copy of your current template to your computer.

Reset Your Template:

To reset your template to the default blank template, click on the "Revert to Classic Theme" link if you are using a classic theme or "Revert to Classic Template" if you are using a new Blogger template. The wording may vary slightly depending on your template.

Confirm the Reset:

Blogger will ask you to confirm that you want to revert to the default template. Click on the "Revert" or "Yes" button to proceed.

Template Reset Complete:

Once the process is complete, your blog's template will be reset to the default blank template provided by Blogger.

Reapply Customizations (Optional):

If you want to reapply any customizations you had before the reset, you can do so by editing the blank template using the Blogger template editor. Be careful not to overwrite the entire template if you want to keep it blank.

Related Posts
Blank Template Blogger

Join Telegram

Conclusion

Remember that resetting the template will remove any custom HTML, CSS, and widget modifications you've made. It's crucial to have backups of any customizations you want to keep. Also, if you are using a third-party template, the process may vary, and you should consult the template provider's documentation for resetting instructions specific to that template.

নিজস্ব প্রতিনিধি September 18, 2023

  

Wapmash Wapkiz Link merger 

Wapmash Link Merger Wapkiz Theme

হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি নতুন Wapkiz টেমপ্লেট নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আপনি যদি ফাইল শেয়ার করেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনার ফাইল হোস্ট করেন। সুতরাং এখন আপনাকে সেগুলি শেয়ার করার জন্য আলাদা লিঙ্ক ব্যবহার করতে হবে না। এখন আপনি এই টেমপ্লেটটি ব্যবহার করে একটি একক পৃষ্ঠায় একাধিক লিঙ্ক মার্জ করে একটি লিঙ্ক পেতে সক্ষম হবেন।



সহজ কথায়, এই টেমপ্লেটটি আপনার দ্বারা প্রবেশ করা অনেকগুলি লিঙ্কের একটি পৃষ্ঠা তৈরি করবে এবং সেই পৃষ্ঠাটি ভাগ করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং এটি আপনার কাজকে আরও সহজ করে তুলবে। এই স্ক্রিপ্টটি ইতিমধ্যেই php এ উপলব্ধ এবং একটি php সাইট চালানোর জন্য আপনাকে হোস্টিং কিনতে হবে, তাই না? তাই, আপনি যদি হোস্টিং কেনার সামর্থ্য না রাখেন, Wapmas Link মার্জার Wapkiz থিম আপনার জন্য Wapkiz-এ তৈরি করা হয়েছে। Wapkiz হল একটি বিনামূল্যের অসাধারণ WAP-নির্মাতা যেখানে ''আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার নিজস্ব সাইট শুরু করতে পারেন।





নিজস্ব প্রতিনিধি September 18, 2023

Welcome To DaudBd Blog!

আজকের পোস্টে, আমরা SSL কি ,SSL and TLS এর পার্থক্য কি,SSL এর প্রকারভেদ,এস এস এল (SSL certificate) এর প্রয়োজনীয়তা কতটুকু,http and https এর পার্থক্য কি ,এটি কিভাবে কাজ করে এবং এই SSL কিভাবে কিনতে হবে সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব

SSL,TLS ?
What Is SSL ,TLS and Https ,Types Of SSL.

SSL কি?

SSL এর পূর্ণরূপ হল (Secure Socket Layer) SSL- এ সকেট শব্দটির অর্থ হল আপনার সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে সকেট মেথডের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়ে থাকে।

SSL একটি সিকিউরিটি প্রোটোকল যা ইন্টারনেটে ডেটা এনক্রিপ্ট করে তা সুরক্ষিত রাখে।  এটি এখন "Transport Layer Security" (TLS) নামে পরিচিত। SSL/TLS তথ্যের গোপনীয়তা এবং বিশ্বাসের সুরক্ষা সরবরাহ করে, যেহেতু ডেটা ইনটারনেটে পাঠানো হয়।

SSL and TLS এর পার্থক্য কি?

SSL (Secure Sockets Layer) এবং TLS (Transport Layer Security) দুটি সিকিউরিটি প্রোটোকল হলেও, TLS একটি আধুনিক এবং সুরক্ষিত সংস্করণ যা SSL এর উন্নত সংস্করণ। নিম্নলিখিত হল SSL এবং TLS এর প্রধান পার্থক্য:

SSL (Secure Sockets Layer) :

প্রযুক্তির স্থানীয়করণ:SSL প্রথম ব্র্যান্ড হয়েছে এবং সাধারণভাবে সংযোগের প্রথম সুরক্ষা সংস্করণ ছিল।

সুরক্ষা লেভেল:SSL সুরক্ষা সমর্থন করে, কিন্তু সম্প্রতির TLS সংস্করণ সুরক্ষা প্রদানে উন্নতি আনে এবং সাইফারসের প্রাধান প্রযুক্তি নিরাপত্তা সরবরাহ করে।

প্রোটোকল সংস্করণ:SSL এর সম্প্রতির সংস্করণ হল SSL 3.0, যা বর্তমানে প্রথম সংস্করণ হয়েছে।

TLS (Transport Layer Security) :

প্রযুক্তির স্থানীয়করণ:TLS এটি সুপারসেড করে, এবং এর বেশিরভাগ আধুনিক এবং সুরক্ষিত সাইফারস এবং বিশেষজ্ঞ সুরক্ষা ফীচারস সমর্থন করে।

সুরক্ষা লেভেল:TLS এর বর্তমান সংস্করণ হল TLS 1.3, যা সবচেয়ে সুরক্ষিত এবং দ্রুততম সংস্করণ।

প্রযুক্তি সমর্থন:SSL এবং TLS দুটি প্রোটোকল একে অপরের সাথে সাংযোজিত হতে পারে, যাতে সেবা সার্টিফিকেট সমর্থন করতে পারে।

উদ্দেশ্য: SSL এবং TLS দুটি প্রোটোকল একই উদ্দেশ্যে ব্যবহার হয়, যা হলো ডেটা এনক্রিপ্ট করে সংযোগ স্থাপন করা এবং সম্প্রতির ডেটা গোপন রাখা।

এই পার্থক্যের সাথে, TLS একটি উন্নত এবং সুরক্ষিত প্রোটোকল হলেও, সমস্ত উদ্দেশ্যে SSL এবং TLS ব্যবহৃত হতে পারে এবং তাদের কাজের গুরুত্বপূর্ণ পার্থক্য হলো TLS এর সুরক্ষিত এবং আধুনিক সংস্করণ সরবরাহ করা।

SSL কাজ করার প্রক্রিয়া:

হ্যান্ডশেক: সুরক্ষিত সংযোগ স্থাপনের প্রথম পদক্ষেপটি হ্যান্ডশেক নামে পরিচিত। এটি একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যান্ডশেক ব্যবহার করে যা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ব্যবহৃত গোপনীয় কোডের আদান-প্রদানের জন্য স্বাগতপূর্ণ তথ্য প্রদান করে।

সার্টিফিকেট যাচাই: সার্ভার এবং ক্লায়েন্ট একটি সার্টিফিকেট যাচাই করে, যা সাধারণভাবে একটি ট্রাস্টেড সার্টিফাই কর্যাটর (যেমন, VeriSign, Comodo, Let's Encrypt) দ্বারা স্বাক্ষরিত হয়েছে।

কী আবিষ্করণ: এই পর্যাপ্ত সার্টিফিকেট যাচাই হলে, সার্ভার এবং ক্লায়েন্ট একটি সম্পর্ক গোপন চুরানোর জন্য একটি সম্পর্ক কী তৈরি করে। এই কী এনক্রিপ্ট করে সম্পর্কটি সুরক্ষিত করে রেখে তথ্য এনক্রিপ্ট করে পাঠাতে সাহায্য করে।

সুরক্ষিত সংযোগ স্থাপন করা: এই সম্পর্ক এনক্রিপ্টেড সংযোগ স্থাপন করে, তাতে ডেটা ইনক্রিপ্ট করে তথ্যের সুরক্ষা সরবরাহ করে।

SSL এর প্রকারভেদ

SSL Certificate একটি Digital Certificate যা দুইটি Endpoint এর মাঝে Encrypted সংযোগ স্থাপন করে। SSL প্রধান প্রকারে পাওয়া যায়:

  • EV SSL
  • OV SSL
  • DV SSL
  • Wildcard SSL, 
  • Multi-Domain SSL, 
  •  Single-Domain SSL 

সব গুলো SSL নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে:

OV SSL (Organization Validation SSL):

OV SSL সার্টিফিকেট বৈদ্যমিক তথ্যের সত্যায়ন সহ ডোমেইনের বৈধতা যাচাই করে, এবং সার্টিফিকেট স্বাধীন সংস্থার নামে স্বাক্ষরিত হয়ে থাকে।SSL সার্টিফিকেট সাধারনত Organization গুলো ব্যবহার করে। এটি ডাটা ট্রান্সমিশন সুরক্ষিত করার জন্য ব্যবহার করা হয়। এটি ওয়েবসাইট কে eavesdropping, man-in-the-middle attacks এবং অন্যান্য ধরনের সাইবার অ্যাটাক থেকে সুরক্ষা প্রদান করে।

DV SSL (Domain Validation SSL): 

এই প্রকারের SSL সার্টিফিকেট কেবল ডোমেইনের বৈধতা যাচাই করে এবং সবচেয়ে সাধারণ।একটি ডিজিটাল সার্টিফিকেট যা Certification Authority দ্বারা issue করা হয়। এটি নিশ্চিত করে যে ওয়েবসাইটটি এনক্রিপশন ব্যবহার করছে এবং এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সক্ষম।

Related Posts

EV SSL (Extended Validation SSL):

EV SSL সবচেয়ে উচ্চ স্তরের সেকিউরিটি সরবরাহ করে, এটি সার্টিফিকেট দিয়ে ওয়েবসাইটের মালিকানা সাতে সংস্থার প্রতি একটি নির্দিষ্ট স্তরের নির্দেশিকা মেনে চলে।বাজারে যত গুলো SSL রয়েছে তার মধ্যে EV সবথেকে নিরাপদ। কারন এই Certificates টি বাকি SSL গুলোর তুলনায় আরো কঠোর বৈধতার মধ্য দিয়ে গেছে এবং আপনার ডেটাকে সাইবার অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার থেকে রক্ষা করার জন্য কিছু অতিরিক্ত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে৷ EV SSL Install করা থাকলে তা Browser এর Url বারে সবুজ Padlock এর মাধ্যমে নির্দেশ করে।

Wildcard SSL:

ব্যবহার: Wildcard SSL সার্টিফিকেট ব্যবহার হয় ডোমেইনের ন্যামের সাথে সাবডোমেইনসহ একই সার্টিফিকেটের অধীনে একাধিক সাবডোমেইনের জন্য, যেটি একটি বিশেষ ক্যাটাগরির সাবডোমেইনের জন্য উপযুক্ত।

উদাহরণ: যদি আপনি একটি Wildcard SSL সার্টিফিকেট স্বাক্ষরিত করেন example.com ডোমেইনে, তাহলে আপনি sub1.example.com, sub2.example.com, sub3.example.com, ইত্যাদি সবগুলির জন্য একই সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবেন।

সুরক্ষা স্তর: এই প্রকারের সার্টিফিকেটে একটি সম্প্রতির স্তরের সুরক্ষা সূচনা দেখা দেয়, এবং গ্রীন লক সূচনা স্তর দেখা দেয় না।

Multi-Domain SSL (SAN SSL):

ব্যবহার: Multi-Domain SSL সার্টিফিকেট ব্যবহার হয় একই সার্টিফিকেটের অধীনে একাধিক ডোমেইনের জন্য, এবং এটি একটি সার্টিফিকেটে মাল্টিপল ডোমেইন সাপোর্ট করে।

উদাহরণ: আপনি একটি Multi-Domain SSL সার্টিফিকেট স্বাক্ষরিত করেন example1.com, example2.net, এবং example3.org ডোমেইনে, তাহলে আপনি এই সার্টিফিকেটটি এই তিনটি ডোমেইনের জন্য ব্যবহার করতে পারবেন।

সুরক্ষা স্তর: এই প্রকারের সার্টিফিকেটে একটি সম্প্রতির স্তরের সুরক্ষা সূচনা দেখা দেয়, এবং গ্রীন লক সূচনা স্তর দেখা দেয় না।

Single-Domain SSL:

ব্যবহার: Single-Domain SSL সার্টিফিকেট একটি একটি ডোমেইনের জন্য প্রযুক্ত, এবং এটি মৌলিকভাবে একটি সংযোগে একটি ডোমেইনে সীমাবদ্ধ।

উদাহরণ: আপনি একটি Single-Domain SSL সার্টিফিকেট স্বাক্ষরিত করেন example.com ডোমেইনে, তাহলে আপনি এই সার্টিফিকেটটি একটি একটি ডোমেইনের জন্য ব্যবহার করতে পারবেন, তবে অন্য ডোমেইনে ব্যবহার করতে পারবেন না।

সুরক্ষা স্তর: এই প্রকারের সার্টিফিকেটে একটি সম্প্রতির স্তরের সুরক্ষা সূচনা দেখা দেয়, এবং গ্রীন লক সূচনা স্তর দেখা দেয় না।

আপনার সাইটের প্রয়োজনীয়তা এবং বাজেটের উপর ভিত্তি করে আপনি এই তিনটি SSL সার্টিফিকেটের মধ্যে যে কোনটি ব্যবহার করতে পারেন।

SSL কোথায় কিনবেন?

SSL পরিষেবা অনেক বড় কোম্পানি তাদের মধ্যে কয়েকটির নাম দেওয়ার জন্য প্রদান করে – GoDaddy, Namecheap, BigRock, HostGator, Exonhost,ITNuthost, ইত্যাদি। যখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য হোস্টিং সার্ভার কিনি, তখন সেই হোস্টিং কোম্পানি SSL পরিষেবাও প্রদান করে যেখানে আমরা হোস্টিং কেনার পাশাপাশি আমাদের ওয়েবসাইটের জন্য SSL সার্টিফিকেট কিনতে পারি যা আমাদের ওয়েবসাইটকে সুরক্ষিত রাখবে।

কিন্তু এমন অনেক কোম্পানি আছে যারা বিনামূল্যে SSL পরিষেবা প্রদান করে।

এর মধ্যে একটির নাম লেটস এনক্রিপ্ট, এটি ইন্টারনেট রিসার্চ গ্রুপের একটি প্রকল্প যা সাধারণ মানুষকে বিনামূল্যে SSL সার্টিফিকেট প্রদান করে। Cloudfare বিনামূল্যে SSL পরিষেবা প্রদান করে।Blogger বিনামূল্যে SSL পরিষেবা প্রদান করে।

এস এস এল (SSL certificate) এর প্রয়োজনীয়তা কতটুকু?

সব ধরনের ওয়েবসাইটেই SSL এর প্রয়োজনীয়া ব্যাপক। বিশেষ করে যাদের ই-কমার্স ব্যবসায়িক ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে SSL ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক। কারণ বিভিন্ন পেমেন্ট মেথড যেমন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণের জন্য আপনার ওয়েবসাইটে অবশ্যই SSL Certificate থাকতে হবে যাতে কাস্টমারের গুরুক্তপূর্ন তথ্য নিরাপদ থাকে। তাছাড়া অনিরাপদ দেখালে আপনার ওয়েবসাইট কেউ ব্রাউজ করবে না এবং কাস্টমার বা ইউজার তাদের গুরুক্তপূর্ন তথ্য দিয়ে সাইন আপ বা প্রোডাক্ট অর্ডার করবে না।

http and https  এর পার্থক্য কি?

HTTP (Hypertext Transfer Protocol) এবং HTTPS (Hypertext Transfer Protocol Secure) দুটি ওয়েব প্রোটোকল হলো দুটি প্রধান পার্থক্য যা ওয়েব ব্রাউজিংে ডেটা এবং ইনফরমেশন প্রেরণের জন্য ব্যবহৃত হয়, তবে এই দুটি প্রোটোকলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে:

HTTP (Hypertext Transfer Protocol):

সুরক্ষা: HTTP সুরক্ষা সমর্থন করে না। এটি ডেটা ট্রান্সমিশনের সময় ডেটা এনক্রিপ্ট করে না, যে কারণে ডেটা ব্রডকাস্টে গুরুত্বপূর্ণ সুরক্ষা ছাড়া থাকে। এটি ডেটা উপাত্ত পোক্ষে হতে সক্ষম এবং ডেটা মধ্যপ্রাপ্তকরণের জন্য মধ্যপ্রাপ্তকরণ হতে সক্ষম।

ব্রাউজিং গুরুত্বপূর্ণ তথ্য: HTTP একটি স্থানীয় এবং অস্ত্রোপচারক প্রোটোকল, যা সমস্ত ডেটা ওয়েব ব্রাউজারে প্রেরণ করে। এটি একটি ব্যক্তিগত ব্রাউজিং অভিজ্ঞতা সরবরাহ করে, কিন্তু ব্যক্তিগত তথ্য গোপন থাকে না।

ডেটা মধ্যপ্রাপ্তকরণের সময় স্থানীয় সংযোগ: HTTP একটি ব্যক্তিগত প্রোটোকল, যা স্থানীয় সংযোগের মাধ্যমে ডেটা প্রেরণ করে। সংযোগের উপাত্ত অন্যত্রে পৌঁছাতে সাহায্য করে না।

HTTPS (Hypertext Transfer Protocol Secure):

সুরক্ষা: HTTPS সুরক্ষা সমর্থন করে। এটি ডেটা এনক্রিপ্ট করে প্রেরণ করে, যে কারণে ডেটা গোপন থাকে এবং ডেটা পর্যাপ্তকরণ করা অসম্ভব হয়।

ব্রাউজিং গুরুত্বপূর্ণ তথ্য: HTTPS একটি সাধারণ ওয়েব প্রোটোকল, যা সমস্ত ডেটা ওয়েব ব্রাউজারে প্রেরণ করে। এটি একটি ব্যক্তিগত ব্রাউজিং অভিজ্ঞতা সরবরাহ করে এবং ব্যক্তিগত তথ্য গোপন থাকে।

ডেটা মধ্যপ্রাপ্তকরণের সময় স্থানীয় সংযোগ: HTTPS একটি ব্যক্তিগত প্রোটোকল, যা স্থানীয় সংযোগের মাধ্যমে ডেটা প্রেরণ করে। সংযোগের উপাত্ত অন্যত্রে পৌঁছাড়ার সাথে সাথে গোপন থাকে।

সুতরাং, প্রধান পার্থক্যটি হলো সুরক্ষা, যেখানে HTTP সুরক্ষা সমর্থন করে না, এবং HTTPS ডেটা এনক্রিপ্ট করে সমর্থন করে। HTTPS ব্যবহার করা ওয়েবসাইটে আপনার ডেটা গোপন থাকে এবং তা সুরক্ষিত থাকে যেখানে HTTP এটি গোপন বা সুরক্ষিত নয়।

উপসংহার:

বর্তমানে এসএসএল সার্টিফিকেট বিহীন যে কোন ওয়েবসাইটের উপর বিশ্বাস করা সত্যিই অনেক কঠিন, বিশেষ করে যে সব সাইটে কাস্টমারদের ব্যক্তিগত এবং সংবেদনশীল ইনফরমেশন থাকে। যেমন- Login ইউজার Name, পাসওয়ার্ড, পিন কোড, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড ইনফরমেশন) ইত্যাদি।

প্রতিটি ওয়েবসাইটের SSL Certificate থাকা জরুরি, কেননা এটি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ভাইরাস এবং হ্যকার থেকে আপনার ওয়েবসাইটকে সিকুরিটি প্রদান করে। আশা করি আপনারা SSL কি? এবং SSL কিভাবে কাজ করে তা আপনারা বুঝতে পেরেছেন।

এই আর্টিকেলটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

নিজস্ব প্রতিনিধি September 17, 2023
Symptoms of Piles
অর্শ বা পাইলস কি, কেন হয় লক্ষণ সমূহ, হোমিওপ্যাথি ও ঘরোয়া চিকিৎসা

পাইলস

পাইলস বা হেমরয়েড্স হলো একটি আমুদ্রের সমস্যা, যা সমাজে একটি মন্দগতি প্রদর্শন করে এবং কমলে আপনার জীবনে অসুখের কারণ হতে পারে। পাইলস বা হেমরোইডস হলো একটি মলাশয়ের একটি রোগ যার ফলে বায়ু, মল এবং প্রজালে প্রদাহে সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যার ফলে প্রাথমিকভাবে ব্যথা, জ্বর, অস্বস্তি এবং রক্তস্রাব হয়ে থাকে।

পাইলসের দুই প্রকার :

  • বাহ্যিক পাইলস
  • অভ্যন্তরীণ পাইলস।

বাহ্যিক পাইলস হলো মলাশয়ের বাইরের পাইলস, যেগুলো মলাশয়ের বাইরে বেরহয়ে যায়।

অভ্যন্তরীণ পাইলস হলো মলাশয়ের ভেতরে গুলি, যা প্রকারে ক্ষেত্রে বায়ুর সাথে মিশে থাকে।

পাইলস এর উপায়ে চিকিৎসা সম্পন্ন করার জন্য ব্যাপক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি ঔষধ এবং স্থায়ী চিকিৎসা প্রয়োজন হতে পারে। সেইসাথে সমস্যা এবং উপকারী ঔষধ খাওয়া নিয়ম মেনে চলা চিকিৎসকের থেকে পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি পাইলসের লক্ষণ দেখা যায়, তা ব্যক্তিগত চিকিৎসার জন্য চিকিৎসা প্রদান করার জন্য ভালো জানে এমন ডাক্তারের সাথে পরামর্শের করুন।

এই নিবন্ধে, আমরা পাইলসের লক্ষণ, সমস্যা, চিকিৎসা এবং এই সমস্যার সাথে যোগাযোগ করার সঠিক পদক্ষেপ নিয়ে আলোচনা করব।

পাইলস কেন হয়?

কিছু কিছু জিনিস পাইলস এর ঝুঁকি বাড়ায়, সেই সাথে ইতোমধ্যে কারো পাইলস রোগ হয়ে থাকলে তার তীব্রতাও বাড়িয়ে দেয়, যেমন—

  • শক্ত বা কষা পায়খানা
  • মলত্যাগের সময় জোরে চাপ দেয়া
  • অনেক সময় ধরে মলত্যাগের কসরত করা
  • পায়খানার বেগ আটকে রাখা
  • শারীরিক পরিশ্রম না করা 
  • অতিরিক্ত ওজন

এছাড়া গর্ভাবস্থায় নানান শারীরিক পরিবর্তনের কারণেও কারও কারও ক্ষেত্রে পাইলস এর ঝুঁকি বেড়ে যায়।

স্বাভাবিক অবস্থায় পায়খানার রাস্তা বা পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে। যখন প্রয়োজন হয়, তখন চাপ দিয়ে পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেওয়া হয়।

পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল অ্যানাল কুশন। এই কুশনগুলো ৩ দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে।

যদি কোনো কারণে তিন দিকের এই কুশনগুলো ফুলে যায়, সেগুলো থেকে রক্তক্ষরণ হয়, সেগুলো নিচের দিকে নেমে যায়, অথবা পায়ুপথের চারপাশে গোটার মত দেখা যায়, তখন তাকে পাইলস বা অর্শ রোগ বলা হয়ে থাকে।

পাইলসের লক্ষণ:

রক্তের বৃদ্ধি: পাইলসের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বৃদ্ধি বা গোলকেয় সুজ যা গুদের বাইরে বা ভেতরে দেখা যায়।

ব্যাথা এবং অস্বস্তি: পাইলসের সাথে সাথে ব্যাথা এবং অস্বস্তি অনুভব করা হয়, সাধারণভাবে বৃদ্ধির জোরে বা প্রশ্রয়নে এটি বেশি হতে পারে।

রক্তস্রাব: পাইলসের কারণে কিছু সময় গুদে রক্তস্রাব হতে পারে, যা লোহিত ক্যালারে হতে পারে এবং এটি পায়ে অসুখের অভিনয় হতে পারে।

প্রস্রাবন অনুভব করা: পাইলসের কারণে প্রস্রাবনের সময় বা পরবর্তীতে প্রস্রাবনের সময় ব্যথা অনুভব করা সাধারণ হতে পারে।

মলদ্বার এলাকায় বায়ুত্ব: পাইলসের সাথে মলদ্বার এলাকায় বায়ুত্ব অনুভব করাও ।

পাইলসের সমস্যা:

ব্যক্তিগত সমস্যা: পাইলস সাধারণভাবে ব্যক্তিগত সমস্যা, যা ব্যক্তিগত জীবনে অসুখের কারণ হতে পারে। এটি ব্যক্তিগত জীবনের সাথে ব্যক্তিগত সমস্যা এবং আত্মবিশ্বাস হ্রাস করতে পারে।

প্রাকৃতিক সমস্যা: পাইলসের কারণে ব্যক্তির প্রাকৃতিক সমস্যাও হতে পারে, যেমন স্থলানুসারী স্থানে স্যানিটেশন প্রশ্ন, স্থূলবাদ, এবং অন্যান্য সমস্যার সাথে অধিক মানসিক আপত্তি সহিত থাকতে পারে।

পাইলসের চিকিৎসা এবং ডাক্তারের সাথে যোগাযোগ:

যখন আপনি পাইলসের সাথে সমস্যা অনুভব করেন, তখন অবশ্যই একজন চিকিৎসকে দেখাবেন। একজন প্রশাসনিক ডাক্তার বা প্রোক্টলজিস্ট আপনার সমস্যার সঠিক নিরীক্ষণ করে এবং চিকিৎসা প্রদান করবেন। চিকিৎসক আপনাকে চিকিৎসার প্রয়োজন হলে নির্দেশ করবেন এবং আপনাকে প্রয়োজনীয় ঔষধ বা অপারেশনের সাথে যোগাযোগ করতে বলবেন।

চিকিৎসা সাধারণভাবে আমুদ্রে হয় এবং কোনও গম্বুজ বা স্থলানুসারী স্থানে প্রয়োজন হতে পারে। সাধারণভাবে, ঔষধ এবং স্থানীয় চিকিৎসা প্রয়োজন হতে পারে, কিন্তু গতিশীল পাইলস বা সমস্যার জন্য অপারেশন সাধারণভাবে প্রয়োজন হয় না।

পাইলস এর চিকিৎসা কোথায় ভালো হয়

পাইলস বা হেমরোইডস রোগের চিকিৎসা ভালো করার জন্য নিম্নলিখিত কিছু মৌলিক উপায় রয়েছে:

1. বৃদ্ধি প্রতিরোধ ও প্রতিরক্ষা: প্রাথমিক উপায় হিসেবে, পর্যাপ্ত পানি পান করা, প্রাকৃতিক খাবার খেতে সাবধান থাকা, সক্রিয় জীবনযাপন এবং বয়স করা খোলামেলা সম্পর্কিত প্রমোশন করা গুরুত্বপূর্ণ।

2. দক্ষ চিকিৎসকের সাথে পরামর্শ ও চিকিৎসা: যদি পাইলসের লক্ষণ প্রসারিত হয়, তবে দক্ষ চিকিৎসকের সাথে পরামর্শের জন্য দ্রুত যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। তাঁর পরামর্শ মেনে চলে সঠিক চিকিৎসা প্রদান করা হয়ে যেতে পারে।

3. ঔষধ প্রয়োগ: কিছু পাইলস এর উপকারী ক্রিম, গোলাপী তেল, এবং পিলস জনিত ব্যথা মোক্ষণ এর জন্য ঔষধ প্রয়োগ করা হতে পারে।

4. লেজার থেরাপি: সেভ অপারেশন পাইলস এর জন্য লেজার থেরাপি অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা আপনার পাইলস সমস্যার সাথে সাথে ব্যাপকভাবে সম্প্রদায়গত চেয়ার ভাগের ক্ষেত্রে সক্ষম হয়।

5. স্থায়ী সমাধান: প্রাথমিক চিকিৎসা থেকে উপকার না পাওয়া গেলে পাইলসের জন্য স্থায়ী সমাধান যেমন স্ক্লেরোথেরাপি, ব্যাণ্ডিং বা পুল্লিঙ প্রক্রিয়ার মতো প্রক্রিয়াগুলি ভালো হতে পারে।

উপরে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি ও প্রয়োগের মধ্যে সম্মিলিত সামগ্রী যেমন আপনার অবস্থার উপর নির্ভর করে। সমস্যা সমাধানের জন্য প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শের প্রয়োজন থাকতে পারে।

পাইলস এর ঘরোয়া চিকিৎসা

পাইলস রোগের ঘরোয়া চিকিৎসা কিছু উপায়ে সাহায্য করতে পারে, কিন্তু এই প্রক্রিয়াগুলি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ঘরোয়া চিকিৎসা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে:

1. সিটজ বাথ: গরম পানিতে অস্থির থাকা এবং প্রস্তুতির ব্যথা কমাতে সিটজ বাথ ব্যবহার করা যেতে পারে। এটি প্রকারে পাইলস থেকে বুদ্ধির জন্য ব্যবহৃত হয়।

2. শুকনো পানির বাথ: পাইলস স্থানে শুকনো পানির বাথ করা হতে পারে, যা প্রস্তুতির ব্যথা ও সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

3. ধূপস্নান: পাইলস এর ঘরোয়া চিকিৎসা গুলির একটি হতে পারে ধূপস্নান এর ব্যবহার, যা প্রস্তুতির ব্যথা ও সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

4. সুশ্রাব: এটি সাধারণভাবে পাইলস থেকে বুদ্ধির জন্য ব্যবহৃত হয়, যা ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে।

5. পাইলস বাম বা প্রস্তুতি মলাশয়ের উপর দাবি: কিছু ঘরোয়া চিকিৎসা হল পাইলস বাম বা প্রস্তুতি মলাশয়ের উপর দাবি প্রয়োজনে ব্যবহৃত হতে পারে।

এই ঘরোয়া চিকিৎসা প্রয়োজনে এই উপায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে, কিন্তু যেকোনো প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সঠিক চিকিৎসা প্রদানের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং উপযুক্ত প্রেসক্রিপশন অনুসরণ করুন।

কখন দ্রুত হাসপাতালে যাবেন?

পাইলসহলে কিছু বিশেষ ক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন—

  • টানা ৭ দিন বাসায় চিকিৎসা নেয়ার পরেও অবস্থার উন্নতি না হলে
  • বারবার পাইলস এর সমস্যা হলে
  • ৫৫ বছরের বেশি বয়সী কারও প্রথমবারের মত পাইলস এর লক্ষণ দেখা দিলে
  • পাইলস থেকে পুঁজ বের হলে
  • জ্বর বা কাঁপুনি হলে, অথবা খুব অসুস্থ বোধ হলে
  • অনবরত রক্তক্ষরণ হলে
  • অত্যধিক রক্তপাত হলে (উদাহরণস্বরূপ, যদি কমোডের পানি লাল হয়ে যায় বা পায়ুপথ দিয়ে  রক্তের বড় বড় চাকা যায়)
  • তীব্র, অসহনীয় ব্যথা হলে
  • পায়খানার রঙ কালচে বা আলকাতরার মত কালো মনে হলে

পাইলস এর অপারেশন

ঘরোয়া চিকিৎসার উপদেশ এবং ডাক্তারের ঔষধ সেবনের পরামর্শগুলো সঠিকভাবে মেনে চলার পরেও যদি অর্শ রোগের এর সমাধান না হয়, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। সাধারণত ৩ ধরনের অপারেশন করা হয়ে থাকে—

১. হেমোরয়েডেকটোমি: এই অপারেশনের মাধ্যমে পাইলস এর গোটাগুলো কেটে অপসারণ করা হয়। 
২. স্টেপলড হেমোরয়েডোপেক্সি: এই পদ্ধতিতে সার্জারির মাধ্যমে পাইলস এর গোটাগুলো পুনরায় পায়ুপথের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়।

৩. হেমোরয়েডাল আর্টারি লাইগেশন: এক্ষেত্রে পাইলস এর গোটাগুলোর রক্ত সরবরাহ অপারেশনের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়, যাতে গোটাগুলো শুকিয়ে যায়।

এসব অপারেশনের জন্য সাধারণত এনেসথেসিয়া বা চেতনানাশক ব্যবহার করে রোগীকে অজ্ঞান করা হয় এবং সার্জারির পর দুই-একদিন হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে।

এলোপ্যাথিক চিকিৎসা : অর্শের কোনো সুচিকিৎসা হয় না। অস্ত্রোপচার ছাড়া কোনো গতি নেই। কিন্তু তাতেও রোগ নির্মূল হতে পারে না। অতএব প্রথম থেকেই অর্গানন অনুসরনকারী হোমিওপ্যাথিতে চিকিৎসা করাই বুদ্ধিমানের কাজ। যে পুরাতন রোগ বীজ রোগীর দেহে বর্তমান রোগের সৃষ্টি করেছে সেই ধাতুগত দোষ দূরিকরণার্থে উপযুক্ত ওষুধ সেবন না করলে শুধু অস্ত্রোপচার বা এলোপ্যাথি ওষুধ খেলে কোনো লাভ হবে না।

শেষ কথা:

পাইলস একটি প্রচলিত স্বাস্থ্য সমস্যা যা সঠিক চিকিৎসা এবং যত্নের সাথে সমাধান করা যেতে পারে। যদি আপনি পাইলসের লক্ষণ অনুভব করেন, তবে দ্রুত একজন চিকিৎসকে দেখানো গুরুত্বপূর্ণ এবং সমস্যার সঠিক চিকিৎসা প্রদান করা হবে। প্রচেষ্টা করতে ভুলবেন না এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকতে হবে যেন পাইলসের সমস্যার জন্য আপনি সার্থক চিকিৎসা এবং যত্ন পেতে পারেন।

নিজস্ব প্রতিনিধি September 16, 2023
WAPMASH Wapkiz Movie premium Template Free Download
WAPMASH Wapkiz Movie premium Template Free Download

Welcome to DaudBD Blog!

Hello guys, Here we created a new wapkiz template for movie website.

 WAPMASH  Wapkiz Movie premium  Template Free Download  

About the Template..

  • Dark Theme
  • Trending Carousal
  • Categorized
  • Advanced Search Function
  • Search movies by variable tags.
  • Movie Info Page
  • Movie Poster with Cover Image.
  • IMDB Rating.
  • Screenshot.
  • Online Player.
  • Four Download Button.
  • Social Media Share Button.
  • Creates auto links for genre & starcast.
  • Movies List by genre.
  • Movies List by Starcast.
  • Starcast’s Profile.
  • Quick Edit Mode.

How to edit movies data?

1. Add movie’s poster into filemanager with the name.

2. Return to website homepage.

3. Select the movie.

4. Click on Edit Movie as shown below, a popup window will display.

How to add Starcast Profile?

1. Go to artist page (site-artist.html).

2. Click on New Starcast.

Note.

To edit a starcast profile you need to go bloglist option from the Panel menu.

Do not add same artist name twice or more.

Theme Demo & Download Link :

Related Posts

Conclusion

In this article, I have shared WAPMASH Wapkiz Movie premium Template Free Download . I hope you have liked it Please do share it with your friends and follow our blog for more.

নিজস্ব প্রতিনিধি September 16, 2023

Welcome To DaudBD Blog!

Today i will discussion blogger site new feature lazy load image. 

Lazy Load Image  Download
Lazy Load image individualy as the reader scroll Down to page high speed

Default Lazy Load Image Feature

Certainly! Lazy loading images is a technique used in web development to improve website performance and user experience. Instead of loading all images on a webpage immediately, images are loaded as the user scrolls down the page or when they come into the viewport, which can reduce initial page load times and save bandwidth.
Here are some points to consider when discussing the implementation of lazy loading images as a new feature:
Performance Benefits: Lazy loading can significantly improve the initial loading speed of a webpage, especially on pages with many images. This can lead to a better user experience and improved SEO rankings, as search engines consider page speed as a ranking factor.
User Experience: Users will appreciate faster load times and smoother scrolling, as they won't have to wait for all images to load before interacting with the page. It also reduces the likelihood of users leaving due to slow loading.
Bandwidth Savings: Lazy loading reduces unnecessary bandwidth consumption by loading images only when they are needed. This can be especially beneficial for users on mobile devices or with limited data plans.
Implementation: Discuss the technical aspects of implementing lazy loading. This might involve using the loading="lazy" attribute in HTML or using JavaScript libraries like Intersection Observer to trigger image loading.
Accessibility: Ensure that lazy loading doesn't negatively impact accessibility. Images should still have appropriate alt text for screen readers, and the lazy loading behavior should be accessible for users with disabilities.
Testing and Performance Monitoring: Talk about the importance of testing lazy loading across different browsers and devices to ensure it works as expected. Implement performance monitoring tools to track the impact on load times and user experience.
Fallback for Non-Supported Browsers: Consider providing a fallback mechanism for browsers that don't support lazy loading, ensuring that all users can access the content.
Content Strategy: Determine which images should be lazy-loaded and which should be loaded immediately. Critical images, like logos or hero images, might load right away, while non-essential images further down the page can be lazy-loaded.
Future Scalability: Consider how this feature will scale as more images are added to the website. Will there be a need for image management tools or automation?
User Feedback: After implementing lazy loading, collect user feedback to ensure it's positively impacting their experience and address any issues that may arise.

It's very easy to install these lazy load image feature option on blogger site

Step 1: Go and login to the Blogger

Step 2: In Blogger Dashboard ، Go to Three Dot menu section

Step 3: Now click on the Next Settings icon

Step 4: Now scroll Down to post template Option

Step 5: On Lazy Load Image feature [on]

Lazy Load Image  Download
Lazy Load image individualy as the reader scroll Down to page high speed

Surely On Default Lazy Load Image Feature Blogger Dashboard

Related Posts

Overall, lazy loading images is a valuable feature for web development that can enhance performance and user satisfaction, but it should be implemented thoughtfully and tested thoroughly to ensure it works as intended.

নিজস্ব প্রতিনিধি September 15, 2023
Install Dynamic Greetings Bar On Blogger site
How to Add Dynamic Greetings Bar on Blogger Site

Hello Guys, Welcome to DaudBd Blog!. Today's article is about "How to Add Dynamic Greetings Bar on Website" template. So follow the some easy steps to add attractive, stylish greeting bar in Blogger 

Why Greeting Bar is Important?

Greeting Bar is the structure of our blog pages and posts. The sitemap page will also improve the user experience. When we add a sitemap page to our blogger then the users can easily find the post they want to find. And most importantly, when the (Google,Yahoo) Webmaster Tools tools crawler come to our website then the crawl is easily done.

How to Install Dynamic Greetings Bar

It's very easy to install these dynamic greetings in your blogger site your. Just copy and paste the codes given below in the right place.

Step 1: Go and login to the Blogger

Step 2: In Blogger Dashboard ، Go to Themes section

Step 3: Now click on the Next to the Customize button

Step 4: Click on Edit HTML ، Now you will be redirected to the editing page

Step 5: Search for ]]></b:skin> next and paste directly above it.

Important!Before we start adding codes in XML, I will recommend you to take a Backup of your current theme. By chance if any problem occurs, you can restore it later.

svg{width:16px;height:16px;margin-right:6px}
#greeting .greeting{font-size:14px}
.greeting{display:inline-flex;align-items:center;margin:10px 0;padding:12px 15px;outline:0;border:0;border-radius:20px;line-height:20px;font-size:14px;white-space:nowrap;overflow:hidden;max-width:320px;box-shadow:-6px -6px 14px rgba(255,255,255,.7),-6px -6px 10px rgba(255,255,255,.5),6px 6px 8px rgba(255,255,255,.075),6px 6px 10px rgba(0,0,0,.15)}
.drK  .greeting{box-shadow:0 10px 40px rgba(0,0,0,.2);color:#fefefe}<!-- HTML Sitemap Css By Www.daudbd.Com -->
Step 6: Find Javascript </body>
and paste it directly on top of it.
<script type='text/javascript'>/*<![CDATA[*/
 function greetings(){var message = "";var time = new Date().getHours();if (time >= 4 && time < 12) 
{return (message = "Good Morning :)");} else if (time >= 12 && time < 16) 
{return (message = "Good Afternoon :)");} else if (time >= 16 && time < 19) 
{return (message = "Good Evening :)");} else {return (message = "Have a sweet dream :)");}}
document.getElementById("greeting").innerHTML = greetings();
/*]]>*/</script><!-- HTML Sitemap Css By Www.daudbd.Com -->

Step 7: Copy the below HTML code and paste it wherever you want to add.

<div class="greeting" ><svg xmlns="http://www.w3.org/2000/svg" x="0" y="0" version="1.1" viewBox="0 0 106.059 106.059"><path d="M90.546 15.518c-20.688-20.69-54.346-20.69-75.03-.005-20.688 20.685-20.686 54.345.002 75.034 20.682 20.684 54.34 20.684 75.026-.004 20.686-20.685 20.684-54.343.002-75.025zm-5.789 69.24c-17.493 17.494-45.961 17.496-63.455.002-17.498-17.497-17.495-45.966 0-63.46 17.494-17.493 45.96-17.495 63.457.002 17.494 17.494 17.492 45.963-.002 63.456zM33.299 44.364h-3.552a.822.822 0 0 1-.82-.817c0-.184.062-.363.175-.507l7.695-9.755c.158-.196.392-.308.645-.308s.486.111.641.304l7.697 9.757c.189.237.229.58.1.859a.822.822 0 0 1-.741.467h-3.554a.59.59 0 0 1-.463-.225l-3.68-4.664-3.681 4.664a.59.59 0 0 1-.462.225zm44.599-1.326a.84.84 0 0 1 .1.859.822.822 0 0 1-.741.467h-3.554a.588.588 0 0 1-.463-.225l-3.681-4.664-3.681 4.664a.59.59 0 0 1-.462.225h-3.552a.822.822 0 0 1-.82-.817c0-.184.062-.363.175-.507l7.695-9.755a.823.823 0 0 1 .645-.308c.254 0 .486.111.642.304l7.697 9.757zm-1.882 21.03c-3.843 8.887-12.843 14.629-22.927 14.629-10.301 0-19.354-5.771-23.064-14.703a3 3 0 1 1 5.54-2.3c2.776 6.686 9.655 11.004 17.523 11.004 7.69 0 14.528-4.321 17.42-11.011a2.999 2.999 0 0 1 3.944-1.563 2.999 2.999 0 0 1 1.564 3.944z"/></svg><span id="greeting"/></div><!--  By Www.daudbd.Com -->

Step 8: That's it! click on this icon to save widget in theme

Conclusion

This is all about adding how to Install Dynamic Greetings Baron Blogger Website. I hope you enjoy this article. Please do share this article. And if you are facing problem in any section or you have any question then ask us in comment box. Thank you!

নিজস্ব প্রতিনিধি September 15, 2023
Create Stylish Sitemap Page in Blogger
Create Stylish Sitemap Page in Blogger

In this article I Shall sharing how to create sitemap page code in blogger

it can be beneficial for both your readers and search engines.

A sitemap page helps visitors easily navigate your site and find the content they're looking for, while search engines use it to better understand your site's structure.

Here's a step-by-step guide on how to create a sitemap page and write a unique article about it:

Introduction:

what is a sitemap?

The most important tools for work masters. A  sitemap is a webmaster tool that makes it easy to add sitemaps to blogs/websites. Hence, the Google search engine easily crawls and reaches existing and new pages in it.

What is the function of a sitemap?

A sitemap will improve search engine optimization like Google Webmasters in finding URLs. And another function is that visitors can find the article they are looking for more easily. This feature can be considered as a valuable tool to increase your blog visitors.

In the vast landscape of our blog, finding the right content can sometimes feel like exploring a dense forest. But worry not, fellow readers, for we've crafted a digital compass to guide you through our content-rich terrain. Welcome to our Sitemap - your key to unlocking a seamless browsing experience.

Understanding the Sitemap:

Imagine a blueprint that outlines every nook and cranny of our website, providing you with a clear path to discover articles, stories, and insights that resonate with your interests. That's precisely what our Sitemap does. It's a structured directory of our blog's sections, categories, and the gems they hold.

Benefits for Readers:

Effortless Navigation: With our Sitemap, you can bid farewell to endless scrolling and searching. Each main section is a gateway to a treasure trove of related content, ensuring you spend less time searching and more time reading what you love.

Discover Hidden Gems: Unearth articles you might have missed otherwise. Our Sitemap brings hidden gems to the forefront, making serendipitous discoveries a part of your reading journey.

Personalized Journey: Whether you're into tech, travel, or tantalizing recipes, our categorized sections empower you to curate a personalized reading journey that aligns with your passions.

Benefits for Search Engines:

Search engines are like the cartographers of the digital realm. They rely on roadmaps, and our Sitemap provides just that:

Enhanced Crawling: A well-structured Sitemap aids search engines in crawling and indexing our content more efficiently. This means our articles are more likely to appear in search results, reaching a wider audience.

Deeper Understanding: Our Sitemap's hierarchy and interlinking reveal the relationships between different articles. This helps search engines understand the context and relevance of our content, resulting in more accurate search rankings.

Related Posts

Step 1: Create the Sitemap Page

Log in to your Blogger account.

Go to the "Pages" section in the left menu.

Click on "New Page" to create a new page.

Title the page as "Sitemap" or "Site Map."

In the content area, provide a brief introduction to what a sitemap is and why it's useful for visitors.

Create a structured list of the main sections or categories of your blog. Use headers and subheaders to organize this list.

Under each section or category, list the main articles or posts within that section. You can provide links to these posts for easy access.

If you have a lot of content, you might want to organize the sitemap alphabetically or by date.

Sitemap Style
Sitemap Style Code

Style Sitemap code 1:

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

<style type="text/css">

.tabbed-toc {margin:0 auto;background-color:#2f77bd;box-shadow: 0 0 7px rgba(5, 5, 5, 0.34);overflow:hidden;

position:relative;color:#333;border: 1px solid #9C9C9C;}

.tabbed-toc .loading {display:block;padding:10px 12px;font:normal bold 12px/normal Helmet,Poppins,Sans-Serif;

color:white;}

.tabbed-toc ul,.tabbed-toc ol,.tabbed-toc li {margin:0;padding:0;list-style:none;}

.tabbed-toc .toc-tabs {width:20%;float:left;}

.tabbed-toc .toc-tabs li a {display:block;font:normal bold 12px/28px Helmet,Poppins,Sans-Serif;overflow:hidden;text-overflow:ellipsis;color:#fff;text-transform:uppercase;text-decoration:none;

padding:7px 15px;cursor:pointer;box-shadow: 0px 1px 1px rgb(255, 255, 255);}

.tabbed-toc .toc-tabs li a:hover {background-color:#4086E0;color:white;box-shadow: 0 0 7px rgba(0,0,0,.7);}

.tabbed-toc .toc-tabs li a.active-tab {background-color:#FFF;color:black;box-shadow: 0 0 7px rgba(0,0,0,.7);

z-index:5;margin:0 -1px 0 0;/* cursor:text; */}

.tabbed-toc .toc-content,.tabbed-toc .toc-line {width:80%;float:right;background-color:white;border-left:5px solid #1E84BC;box-sizing:border-box;}

.tabbed-toc .toc-line {float:none;display:block;position:absolute;top:0;right:0;bottom:0;box-shadow:0 0 7px rgba(0,0,0,.7);}

.tabbed-toc .panel {position:relative;z-index:5;font:normal normal 10px/normal Helmet,Poppins,Sans-Serif;}

.tabbed-toc .panel li a {display:block;position:relative;font-weight:bold;font-size:12px;color:#000;line-height:20px;padding: 10px 12px;

text-decoration:none;outline:none;overflow:hidden;}

.tabbed-toc .panel li time {display:block;font-style:italic;font-weight:normal;font-size:10px;color:#666;float:right;}

.tabbed-toc .panel li .summary {display:block;padding:10px 12px 10px;font-style:italic;

border-bottom:4px solid #05A6F7;overflow:hidden;}

.tabbed-toc .panel li .summary img.thumbnail {float:left;display:block;margin:0 8px 0 0;padding:4px;

width:72px;height:72px;border:1px solid #dcdcdc;background-color:#fafafa;}

.tabbed-toc .panel li:nth-child(even) {background-color:#fff}

.tabbed-toc .panel li a:hover,.tabbed-toc .panel li a:focus,.tabbed-toc .panel li a:hover time,.tabbed-toc .panel li.bold a {

background-color:#333;color:white;outline:none;}

.tabbed-toc .panel li.bold a:hover,

.tabbed-toc .panel li.bold a:hover time {background-color:#222}

.post ol li::before {content: none;}

.post ol li {margin:0;}

@media (max-width:700px) {

.tabbed-toc {border:2px solid #333}

.tabbed-toc .toc-tabs,.tabbed-toc .toc-content {overflow:hidden;width:auto;float:none;display:block;}

.tabbed-toc .toc-tabs li {display:inline;float:left;}

.tabbed-toc .toc-tabs li a,.tabbed-toc .toc-tabs li a.active-tab {background-color:#F0F9FD;box-shadow:2px 0 7px rgba(0,0,0,.4);color:#000}

.tabbed-toc .toc-tabs li a.active-tab {background-color:white;color:#333;}

.tabbed-toc .toc-content {border:none}

.tabbed-toc .toc-line,

.tabbed-toc .panel li time {display:none}

.tabbed-toc .panel li a{height: auto;}

</style>



<br />

<div class="tabbed-toc" id="tabbed-toc">

<span class="loading">Loading Sitemap…</span></div>

<script>

var tabbedTOC = {

blogUrl: "/", // Website URL

containerId: "tabbed-toc", // Container ID

activeTab: 1, // The default active tab index (default: the first tab)

showDates: false, // `true` to show the post date

showSummaries: false, // `true` to show the posts summaries

numChars: 200, // Number of summary chars

showThumbnails: false, // `true` to show the posts thumbnails (Not recommended)

thumbSize: 40, // Thumbnail size

noThumb: "", // A "no thumbnail" URL

monthNames: [ // Array of month names

"January",

"February",

"March",

"April",

"May",

"June",

"July",

"August",

"September",

"October",

"November",

"December"

],

newTabLink: true, // Open link in new window?

maxResults: 99999, // Maximum post results

preload: 0, // Load the feed after 0 seconds (option => time in milliseconds || "onload")

sortAlphabetically: true, // `false` to sort posts by published date

showNew: 7, // `false` to hide the "New!" mark in most recent posts, or define how many recent posts are to be marked

newText: ' &ndash; <em style="color:red;">New!</em>' // HTML for the "New!" text

};

</script>

<script src="https://cdn.jsdelivr.net/gh/tovic/dte-project@2fd2d2971c3398029ea5e149696447243e7f4d94/tabbed-toc.min.js"></script></div> <!-- HTML Sitemap Css By Www.daudbd.Com --> 

Style Sitemap Code 2 :

<div class='sitemaps' id='sitemaps'>   <center>     <div class='loading' style='text-align:center'>
<svg class='line' viewBox="0 0 24 24" fill="none" stroke="currentColor" stroke-width="2" stroke-linecap="round" stroke-linejoin="round" ><line x1="12" y1="2" x2="12" y2="6"></line><line x1="12" y1="18" x2="12" y2="22"></line><line x1="4.93" y1="4.93" x2="7.76" y2="7.76"></line><line x1="16.24" y1="16.24" x2="19.07" y2="19.07"></line><line x1="2" y1="12" x2="6" y2="12"></line><line x1="18" y1="12" x2="22" y2="12"></line><line x1="4.93" y1="19.07" x2="7.76" y2="16.24"></line><line x1="16.24" y1="7.76" x2="19.07" y2="4.93"></line></svg>Loading...     </div>   </center>
</div> 
<script>/*<![CDATA[*/
/* Blogger Sitemap Dropdown: change i.src="..." / */
var toc_config = {containerId:'sitemaps', showNew:0, sortAlphabetically:{thePanel:true, theList:true}, activePanel:1, slideSpeed:{down:400, up:400}, slideEasing:{down: null, up: null}, slideCallback:{down:function(){}, up:function(){}}, clickCallback:function(){}, jsonCallback:'sitemaps',delayLoading: 1500};
window.onload = function(){
!function(e,o){var t=o.getElementById(toc_config.containerId),c=o.getElementsByTagName("head")[0],n=[];e[toc_config.jsonCallback]=function(e){for(var o,c,i=e.feed.entry,a=e.feed.category,l="",s=0,d=a.length;d>s;++s)n.push(a[s].term);for(var r=0,f=i.length;f>r;++r)(toc_config.showNew||toc_config.showNew>0)&&r<toc_config.showNew+1&&(i[r].title.$t+=" %new%");i=toc_config.sortAlphabetically.theList?i.sort(function(e,o){return e.title.$t.localeCompare(o.title.$t)}):i,toc_config.sortAlphabetically.thePanel&&n.sort();for(var g=0,h=n.length;h>g;++g){l+='<div class=\"sitemapBox\"><h4 class=\"sitemapTitle\">'+n[g]+'</h4>',l+='<div class=\"sitemapContent\"><ol>';for(var _=0,p=i.length;p>_;++_){o=i[_].title.$t;for(var w=0,u=i[_].link.length;u>w;++w)if("alternate"==i[_].link[w].rel){c=i[_].link[w].href;break}for(var v=0,m=i[_].category.length;m>v;++v)n[g]==i[_].category[v].term&&(l+='<li><a href=\"'+c+'\" title=\"'+o.replace(/ \%new\%$/,"")+'\">'+o.replace(/ \%new\%$/,"")+'</a></li>')}l+='</ol></div></div>'}t.innerHTML=l }; var i=o.createElement("script");i.src="/feeds/posts/summary?alt=json-in-script&max-results=9999&callback="+toc_config.jsonCallback,"onload"==toc_config.delayLoading?e.onload=function(){c.appendChild(i)}:e.setTimeout(function(){c.appendChild(i)},toc_config.delayLoading)}(window,document);
}
/*]]>*/</script> 
<style>
.loading{background:var(--contentB);box-shadow:0 5px 35px rgba(0,0,0,.07);border-radius:10px;justify-content:flex-start;align-items:center;}  
.sitemaps{font-size:14px}
.sitemapBox{padding:15px;background:var(--contentB);box-shadow:0 5px 35px rgba(0,0,0,.07);border-radius:10px;justify-content:flex-start;align-items:center; margin-top:25px; position:relative;left:-4px;right:-4px;width:calc(100% + 8px)}
.sitemapBox:not(:last-child){margin-bottom:20px}
.pBd .sitemapTitle{margin-top:0; font-size:14px;font-weight:400;font-family:var(--fontB)}
.sitemapTitle:before{content:'# '; font-size:90%;opacity:.8}
.sitemaps ol{list-style:none;margin:0;padding:0;counter-reset:sitemap-count}
.sitemaps li{display:flex;align-items:baseline}
.sitemaps li:not(:last-child){margin-bottom:0}
.sitemaps li:before{content:counter(sitemap-count) '.';counter-increment:sitemap-count;flex-shrink:0;width:25px;font-size:13px;font-family:var(--fontB);line-height:normal; opacity:.7} 
.sitemaps .loading{display:inline-flex;align-items:center}
.sitemaps .loading svg{margin-right:3px;-webkit-animation:rotation 2s infinite linear}
@-webkit-keyframes rotation {from{-webkit-transform:rotate(0deg)}to{-webkit-transform:rotate(359deg)}} 
.drK .sitemapBox{background:var(--darkBa)}
</style><!-- HTML Sitemap Css By Www.daudbd.Com --> 

Stylsih Sitemap Code 3

<!-- HTML Sitemap Css By Www.daudbd.Com -->
<style type='text/css'>
.stm-sitemap-posts{position:relative;display:block;margin:14px 0 20px;}
.stm-sitemap-posts h4{background:rgb(206 204 204 / 0.34);color:#000;padding:4px 12px;border-radius:4px;font-size:16px;border-bottom:2px solid #b5b5b5;margin:0 0 3px;line-height:21px;}
.stm-sitemap-wrap{display:flex;flex-wrap:wrap;justify-content:space-between;align-items:center;background:rgb(246 252 255 / 0.13);border:1px solid rgb(255 255 255 / 0.38);border-radius:5px;padding:0 10px;box-shadow:2px 3px 8px 1px rgb(167 225 255 / 0.28);}
.stm-sitemap-wrap p{width:calc((100% - 10px) / 2);margin:3px 0;}
.stm-sitemap-wrap p a{position:relative;font-size:15px;line-height:25px;display:block;margin:9px 0 0;font-weight:500;color:#000;border-bottom:1px solid #d4ebf9;}
.stm-sitemap-wrap p strong span{color:#e00303;font-size:13px;font-weight:600;}
.stm-sitemap-posts h4:before{float:left;color:#000;font-weight:90px;font-size:12px;margin:0 4px 0 0;}
.stm-sitemap-wrap p a:before{float:left;color:#000;font-weight:500;font-size:12px;line-height:26px;margin:0 4px 0 0;}
.stm-sitemap-wrap p a:hover{color:#1616fb;}
@media screen and (max-width:640px){.stm-sitemap-wrap{display:block;}
.stm-sitemap-wrap p{width:100%;}
}
</style>

<!-- HTML Sitemap JavaScript By Www.daudbd.Com -->
<script type='text/javascript'>
//<![CDATA[
(function(a,b){function c(a,b,c){return _0x528b(c- -590,a)}function d(a,b){return _0x528b(a- -995,b)}for(var e=a();;)try{var f=-parseInt(c(6,25,45,-22))/1*(parseInt(c(-64,34,10,63))/2)+parseInt(c(-57,-58,19,-4))/3*(-parseInt(d(-431,-506,-458,-354))/4)+-parseInt(d(-495,-449,-477,-494))/5+parseInt(c(31,-30,42,102))/6*(parseInt(d(-478,-533,-406,-450))/7)+-parseInt(d(-418,-414,-404,-424))/8*(-parseInt(c(-22,-90,-10,12))/9)+-parseInt(d(-430,-355,-454,-471))/10+parseInt(d(-453,-420,-521,-375))/11;if(f===b)break;else e.push(e.shift())}catch(a){e.push(e.shift())}})(_0x1783,462909);var _0x8762c2=function(){function a(a,b,c,d){return _0x528b(d-260,b)}function b(a,b,c,d){return _0x528b(a- -470,d)}var c={};c.PNmqa=a(824,814,715,750),c[b(48,-31,52,91)]=function(a,b){return a+b},c[b(121,60,176,108)]=a(819,779,733,811)+b(75,71,108,106)+b(56,100,-16,56)+"strong>",c.nAvxz=function(a,b){return a===b};var d=c,e=!0;return function(c,f){function g(a,c,d){return b(a-739,c-0,d-416,c)}function h(b,c,d){return a(b-107,b,d-141,d- -898)}var i={XzhAC:d[h(-130,-208,-144,-97)],YtJqY:function(a,b){return d.UzRJo(a,b)},pWevJ:function(a,b){return a==b},RBOUu:d.hwOus,XjLXa:h(-74,26,-31,44),ekMRG:h(-42,-66,-41,-23),evynz:function(a,b){return d.nAvxz(a,b)},SUULY:g(803,863,810,745)},j=e?function(){function a(a,b,c,d){return g(b- -1233,a,c-314,d-251)}function b(a,b,c,d){return g(b-512,a,c-383,d-209)}var d={eRfaT:i[b(1364,1294,1337,1255)],KKUmh:function(a,b){return i.YtJqY(a,b)},uwVqj:function(a,c){return i[function(a,c,d,e){return b(a,c- -1221,d-499,e-132)}(-12,68,15,112)](a,c)},tHlnj:"<a " href="",YPuNn:function(a,b){return i.pWevJ(a,b)},gQAUX:i.RBOUu,DwOwf:i[b(1365,1370,1348,1289)]};if(!(i.ekMRG===i[b(1345,1425,1446,1347)]))_0x545790[b(1373,1356,1386,1324)](d[b(1389,1359,1337,1331)]),_0x28b364[b(1378,1356,1419,1396)](d[b(1252,1310,1356,1262)](d.uwVqj(d[b(1334,1379,1322,1460)](d[a(-448,-403,-481,-367)],_0x4c2604[_0x5683f2]),"">"),_0x130330[_0x42fa18])),d[a(-388,-382,-368,-338)](1,_0x7410c2[_0x117994])&&_0x3c4c5b.write(d[b(1235,1309,1360,1246)]),_0x39efbb[a(-346,-389,-400,-401)](d[b(1326,1282,1225,1234)]),_0x404d1d+=1;else if(f){if(i[a(-364,-437,-415,-451)](b(1300,1315,1387,1263),i[a(-311,-379,-373,-304)])){var e=f[a(-297,-335,-340,-396)](c,arguments);return f=null,e}for(var h=(a(-389,-327,-391,-251)+a(-305,-371,-452,-404)+"2|3|6")[b(1318,1376,1357,1402)]("|"),j=0;;){switch(h[j++]){case"0":k=_0xd65a95[_0x4a78bb];continue;case"1":_0x507f53[_0x5eeec3]=_0x356439[_0x20f169],_0x3cf8e7[_0x3e371b]=k;continue;case"2":_0x237af3[_0x5ab6f8]=_0x282178[_0x5982a9],_0x348838[_0x1e84dc]=k;continue;case"3":k=_0xc5029e[_0x10056b];continue;case"4":_0x415fb4[_0xc51682]=_0x4f4c70[_0x1a81b2],_0x5688f6[_0x5c9b0f]=k;continue;case"5":k=_0x2b5ba0[_0x4f2f69];continue;case"6":_0x317747[_0xe96eab]=_0x8a773f[_0x18aae5],_0x30b847[_0x356eb3]=k;continue;case"7":_0x4ac44f[_0x231f78]=_0xb41420[_0xabe24b],_0x2bd332[_0x541028]=k;continue;case"8":k=_0x3c1aa2[_0x1d5821];continue;case"9":var k=_0x576233[_0x167e09];continue;case"10":_0x5d4647[_0x4b8d5f]=_0x39f27a[_0xf67ff2],_0xe4a26a[_0x647834]=k;continue;case"11":k=_0xd4cbcb[_0x20bc51];continue;}break}}}:function(){};return e=!1,j}}(),_0xcb4b0=_0x8762c2(this,function(){function a(a,b,c,d){return _0x528b(d-45,a)}function b(a,b,c,d){return _0x528b(d- -623,b)}var c={fwFdt:"(((.+)+)+)+$"};return _0xcb4b0[b(-109,-66,11,-63)]()[b(-80,-88,-25,-29)](c.fwFdt)[a(548,553,557,605)]()[a(736,608,588,655)+"r"](_0xcb4b0)[b(-19,37,-34,-29)](c[b(28,5,-50,-36)])});_0xcb4b0();function _0x5eecd9(a,b){return _0x528b(b- -230,a)}var _0x3c16d2=function(){function a(a,b,c){return _0x528b(c- -45,a)}function b(a,b,c){return _0x528b(c-914,b)}var c={};c[a(522,475,517,575)]="0|4|1|2|3|5",c[a(583,616,588,551)]=function(a,b){return a!==b},c[b(1469,1393,1413,1450)]="gtiPQ";var d=c,e=!0;return function(b,c){function f(b,c,d,e){return a(c,c-283,e-620,e-450)}function g(b,c,d,e){return a(b,c-213,d- -376,e-434)}if(d.IJaly(d.hmjTM,d[g(156,80,78,134)]))for(var h=d[g(183,177,141,153)][g(195,179,174,167)]("|"),i=0;;){switch(h[i++]){case"0":var j=_0x2baa81.constructor[g(59,101,136,155)][f(1208,1187,1146,1159)](_0x4690ee);continue;case"1":var k=_0x4df96b[l]||j;continue;case"2":j.__proto__=_0x52e064[f(1131,1166,1137,1159)](_0xb25974);continue;case"3":j[f(1071,1146,1147,1135)]=k[f(1165,1169,1071,1135)][f(1079,1144,1174,1159)](k);continue;case"4":var l=_0x43805c[_0x31c798];continue;case"5":_0x46d157[l]=j;continue;}break}else{var m=e?function(){function a(a,b,c){return f(a-65,b,c-224,c- -1110)}if(c){var d=c[a(67,173,94,154)](b,arguments);return c=null,d}}:function(){};return e=!1,m}}}(),_0x174bc1=_0x3c16d2(this,function(){function a(a,b){return _0x528b(a- -365,b)}function b(a,b){return _0x528b(b- -566,a)}for(var c={cffZg:function(a,b){return a!=b},vMKsU:function(a,b){return a<b},bnyGP:function(a,b){return a===b},eXfgk:b(12,20,-37,-7),PcmCp:function(a,b){return a(b)},BoNSZ:function(a,b){return a+b},JDZDJ:function(a,b){return a+b},hcVAy:a(188,113,241,245)+b(-113,-78,-112,-16),OjqFP:"{}.constructor("retu"+b(74,38,99,8)+" )",MoTnl:function(a){return a()},wOmoq:a(278,272,296,354),zmdjH:a(266,248,256,331),WtKIx:a(252,279,320,327),KEKaG:a(190,195,222,194),vUgGS:a(126,85,90,98),qnvMR:a(165,241,110,242),Qewac:a(225,174,149,190)+"1"},d=function(){function d(a,c,d,e){return b(d,e- -372,d-444,e-64)}function e(b,c,d,e){return a(b-902,d,d-160,e-393)}var f={kDTBY:function(a,b){function d(a,b,c){return _0x528b(a-979,c)}return c[d(1475,1540,1475,1405)](a,b)},LmjLL:function(a,b){function d(a,b,c,d){return _0x528b(a-214,d)}return c[d(757,735,831,764)](a,b)}};if(c[d(-439,-463,-416,-407)](c[d(-368,-398,-345,-357)],e(1100,1053,1073,1106))){var g=(_0x4ad204=_0x4685ba[e(1184,1126,1147,1180)][_0x350e8c][e(1032,980,991,1030)])[d(-461,-355,-330,-405)+"f"](";");f[d(-400,-371,-471,-389)](-1,g)&&(_0x30dfd4=_0x561002.substring(0,g)),_0x9dc9aa[_0x3ef789]=_0x4e1e2e,_0x216ed5[_0x367ba9]=_0x572816,_0x11fdc0[_0xbd1a78]=_0x54b76c,_0x4b17fe[_0x579ce2]=_0x4a00d0,_0x5885df[_0x20dbfd]=_0x1886db,_0x208493[_0x3219d8]=f.LmjLL(_0x25e308,10),_0x383241+=1}else{var h;try{h=c.PcmCp(Function,c[d(-296,-307,-231,-302)](c[d(-282,-333,-325,-299)](c.hcVAy,c[d(-359,-349,-227,-298)]),");"))()}catch(a){"TWbeU"===e(1030,1030,1006,969)?h=window:_0x45ca7b=_0x8ad04d}return h}},e=c[b(64,-18,-35,-67)](d),f=e[b(-6,-60,-88,-79)]=e[a(141,122,85,155)]||{},g=[c[b(-36,17,-16,-4)],c.zmdjH,c[a(193,153,267,149)],c[b(86,26,-48,58)],c[b(-120,-54,-132,-3)],a(187,225,247,227),c.qnvMR],h=0;h<g[a(273,245,261,270)];h++)for(var i=c[a(158,84,107,104)].split("|"),j=0;;){switch(i[j++]){case"0":k.__proto__=_0x3c16d2[a(219,154,182,222)](_0x3c16d2);continue;case"1":f[m]=k;continue;case"2":k[a(195,214,229,139)]=l[b(-64,-6,-56,1)][a(219,196,279,172)](l);continue;case"3":var k=_0x3c16d2[b(118,44,-7,-1)+"r"].prototype[a(219,167,239,207)](_0x3c16d2);continue;case"4":var l=f[m]||k;continue;case"5":var m=g[h];continue;}break}});_0x174bc1();function _0x1783(){var a=["z1fbvvG","s0TvBwG","DhjHy2u","yM55r1a","nNW0Fdv8mhWXmq","BgfZDeLUzgv4tW","EfDVuuK","otK5jMfTCdTJyq","Cg9ZDhmVC3vTBq","rNjlAgu","C3vIC3rYAw5N","lxnPDgvTyxaTDW","tfDbCKC","Fdn8mta","nJK0mJq4nxjkC01HDW","DK1lC1u","uKXJqMS","pJXZCgfUpK5LDW","CMvS","vgzjEfa","tw9uBMW","A0ruqLK","u1HVzM8","ic0Gphn0CM9UzW","DgfIBgu","CMv0DxjUicHMDq","y0HPAM8","zxjYB3i","mhW4Fdn8nxWXFa","ChjVDg90ExbL","v3rlsxG","BgXIywnRpxnTyq","Dg9tDhjPBMC","DeHSBMO","D0noDw8","yLr3quq","nJeXotzVEwPfqxC","nJu3mZeXmfbLD05cCG","DgL0BgvHC2m","Cu5QrvG","AKTjDu4","B3jKzxjSywjLBa","DgL0BgvKzxnJ","whDcBwG","B24TAw4TC2nYAq","AuvXy2W","C2nYAxb0pG","D3jPDgu","ELPgwMG","ntqYmJm0ngP6tK5zuG","zvjMyvq","A0j3u04","ow1oswzNrq","zvHMz2S","wvb1tM4","D09TB3e","yMLUza","u1vvtfK","qMHgy3C","zNDgzhq","rwzZsvu","wgPmwge","m3W1Fdr8mhWYFa","AhDpDxm","s0vlyuC","ohW0Fdv8n3WWFa","C2vHCMnO","C3bSAxq","mNW4FdD8mxW5Fa","A1f0zMe","DxDwCwO","CxP2qwK","mLDcs2Xkva","teLTC1e","tfbsCge","ChvIBgLZAgvK","CM4GDgHPCYiPka","Chvpu28","yM5LD0e","pc9HpJWVCd4","ChfRv3G","mtvNAMvpEfK","y29UC3rYDwn0BW","wNrsEu0","Bwjrvw8","qu1tDxK","E30Uy29UC3rYDq","s0DtDNG","ChqMyw1Wo21HEa","Aw5MBW","weDTDuu","pc9KAxy+pc9KAq","zK1OtMO","BgLUAW","mNW0FdeWFdeXFa","zw50CNK","svDMuMK","vfbXrKG","ALrsEhm","CvHmALK","AhjLzG","yxbWBhK","s09lBwy","D2fYBG","nLnpzwzjuG","suPHBhK","EKXSqLi","ntC3otu3BxrQB21J","qM9ou1O","oxWXmhWXmxWXFa","BgvUz3rO","sKrAreO","t2PXrLa","BwfWlxbVC3rZiG","uNDoswO","Bg9N","zwTnuKC","yZ0Nl2zLzwrZlW","CLHkueS","y2f0zwDVCNK","D2j2thG","C2GNihr5Cgu9jW","D2jUvhe","BMn0Aw9UkcKG","AujhC0y","pha+","zxHJzxb0Aw9U","phnJCMLWDcbZCG","vfDIzvu","ue5TCwe","DgvYBq","y2zMwMC","rMv5Dxa","pc9Ond48zgL2ia","Ag1Qve0","nZy0nZG1B3D6uKvb","rhDpD2y","tNj1reW","DgL0Bgu","yNPjuvq","BeLwB3G","y29UC29Szq","y2XHC3m9iNn0Bq","wxrkCvK","CLDLqLm","s1H3uem","zMvLza","DLvNr1m","whPOqum","tvDnAfu","nNW5FdC","rMTOweu","ndmZmdKWn3zZwxPPBG","vxPssM8","zK5eyMy","u2vytMS","y0nAqKi","q21oq2S","uwv3ywm","pgrPDIbJBgfZCW","sMXHDNq","itWVC3bHBJ48lW","zxz5BNO"];return _0x1783=function(){return a},_0x1783()}var postTitle=[],postUrl=[],postPublished=[],postDate=[],postLabels=[],postRecent=[],sortBy=_0x491cc9(-362,-358,-394,-353),numberfeed=0;function smarttechmukesh(a){function b(a,b,c){return _0x491cc9(c-1607,b-83,c-462,a)}function c(a,b,c){return _0x491cc9(c-1378,b-218,c-384,a)}var d={puOSo:function(a,b){return a in b},jKIuN:"entry",qzvAi:function(a,b){return a!==b},XwBmh:b(1266,1255,1299,1233),VZSZc:function(a,b){return a!==b},NruDL:b(1197,1231,1267,1192),qNjEX:function(a,b){return a<b},VjYWV:function(a,b){return a==b},RLcBk:"enclosure",mbQUo:c(1128,1124,1097,1106),ZtRyM:function(a,b){return a<b},jieMV:function(a,b){return a!=b},AMSuy:function(a,b){return a<b},IGNVq:function(a,b){return a(b)},XGmuE:function(a){return a()}};!function(){function c(a,c,d,e){return b(d,c-182,c- -575,e-498)}function e(a,c,d,e){return b(c,c-336,d-205,e-301)}if(d[e(1452,1558,1489,1494)](d[c(627,672,609,696)],a[c(558,615,567,603)])){var f=a.feed[c(739,727,808,756)][e(1462,1534,1522,1469)];numberfeed=f,ii=0;for(var g=0;g<f;g++)if(d[e(1473,1489,1483,1431)](d[e(1399,1455,1455,1514)],e(1388,1463,1409,1476))){for(var h,i=a[e(1368,1372,1395,1456)][c(779,727,787,765)][g],j=i[e(1354,1412,1387,1430)].$t,k=i[c(664,707,664,731)].$t[e(1407,1430,1422,1388)](0,10),l=0;l<i.link[e(1500,1597,1522,1511)];l++)if("alternate"==i[c(780,725,690,803)][l][c(640,650,710,699)])if(d.VZSZc("EfsIU",d[c(646,606,678,538)]))_0x1d0fb4+=1;else{h=i[e(1436,1584,1505,1486)][l].href;break}var m="";for(l=0;d[e(1399,1472,1451,1505)](l,i[e(1435,1555,1505,1510)][e(1531,1490,1522,1491)]);l++)if(d.VjYWV(d[e(1372,1461,1428,1370)],i[e(1526,1581,1505,1477)][l][c(653,650,602,647)])){m=i[e(1504,1442,1505,1529)][l][e(1545,1482,1512,1547)];break}var n="";if(d[e(1447,1440,1496,1502)]in i)for(l=0;d[c(645,715,721,748)](l,i[e(1604,1571,1531,1604)].length);l++){var o=(n=i.category[l].term)[e(1461,1497,1417,1494)+"f"](";");d.jieMV(-1,o)&&(n=n[e(1433,1383,1422,1415)](0,o)),postLabels[ii]=n,postTitle[ii]=j,postDate[ii]=k,postUrl[ii]=h,postPublished[ii]=m,postRecent[ii]=d[e(1504,1502,1497,1566)](g,10),ii+=1}}else{var p=_0x5e2ddf?function(){function a(a,b,c,d){return e(a-376,a,c- -297,d-203)}if(_0x1e5527){var b=_0x392e63[a(1211,1201,1216,1184)](_0xed7ecd,arguments);return _0x175521=null,b}}:function(){};return _0x7a72c1=!1,p}}}(),d.IGNVq(sortPosts,sortBy=b(1246,1284,1249,1169)),sortlabel(),d[c(1135,988,1068,1105)](displayToc)}function sortPosts(a){function b(a,b,c,d){return _0x491cc9(d-1423,b-462,c-421,a)}function c(a,b,c,d){return _0x491cc9(d-817,b-249,c-29,b)}function d(a,b){var c=postTitle[a];postTitle[a]=postTitle[b],postTitle[b]=c,c=postDate[a],postDate[a]=postDate[b],postDate[b]=c,c=postUrl[a],postUrl[a]=postUrl[b],postUrl[b]=c,c=postLabels[a],postLabels[a]=postLabels[b],postLabels[b]=c,c=postPublished[a],postPublished[a]=postPublished[b],postPublished[b]=c,c=postRecent[a],postRecent[a]=postRecent[b],postRecent[b]=c}for(var e={TfIxP:function(a,b){return a<b},IWfRi:function(a,b){return a-b},eLmPf:function(a,b){return a+b},SXofo:function(a,b){return a==b},SeXNk:function(a,b){return a>b},RwNIj:function(a,b,c){return a(b,c)},lIVox:"titledesc",wbnTq:"dateoldest",voQjj:"datenewest",LWArG:function(a,b,c){return a(b,c)},KOKmf:c(459,448,502,458)},f=0;e[c(477,404,513,436)](f,e[b(1150,1041,1119,1119)](postTitle[c(535,603,547,527)],1));f++)for(var g=e.eLmPf(f,1);e.TfIxP(g,postTitle.length);g++)e[c(478,515,486,439)]("titleasc",a)&&e[b(1e3,1059,1072,1015)](postTitle[f],postTitle[g])&&e[b(1084,1162,1124,1137)](d,f,g),e[c(502,466,505,439)](e[c(435,379,390,394)],a)&&e[c(404,359,506,436)](postTitle[f],postTitle[g])&&d(f,g),e[c(473,593,528,539)]==a&&postDate[f]>postDate[g]&&e[b(1136,1092,1174,1137)](d,f,g),e.voQjj==a&&e[c(416,375,508,436)](postDate[f],postDate[g])&&e[b(1048,1048,1049,1035)](d,f,g),e[c(581,563,554,519)]==a&&e[b(1095,1093,1037,1015)](postLabels[f],postLabels[g])&&e[b(1040,1050,954,1035)](d,f,g)}function _0x528b(a,b){var c=_0x1783();return _0x528b=function(b){b-=488;var d=c[b];if(_0x528b.NlTzwJ===void 0){var e=function(a){for(var b,c,d="",f="",g=d+e,h=0,i=0;c=a.charAt(i++);~c&&(b=h%4?b*64+c:c,h++%4)?d+=g.charCodeAt(i+10)-10==0?h:String.fromCharCode(255&b>>(-2*h&6)):0)c="abcdefghijklmnopqrstuvwxyzABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ0123456789+/=".indexOf(c);for(var j=0,k=d.length;j<k;j++)f+="%"+("00"+d.charCodeAt(j).toString(16)).slice(-2);return decodeURIComponent(f)};_0x528b.vaFgfD=e,a=arguments,_0x528b.NlTzwJ=!0}var f=c[0],g=b+f,h=a[g];if(!h){var i=function(a){this.zBIFZS=a,this.CXihDh=[1,0,0],this.wLpxec=function(){return"newState"},this.FCexBn="\w+ *\(\) *{\w+ *",this.UlTAJY="['|"].+['|"];? *}"};i.prototype.pjmjyW=function(){var a=new RegExp(this.FCexBn+this.UlTAJY),b=a.test(this.wLpxec.toString())?--this.CXihDh[1]:--this.CXihDh[0];return this.FmqlKq(b)},i.prototype.FmqlKq=function(a){return!!~a?this.JCmybc(this.zBIFZS):a},i.prototype.JCmybc=function(a){for(var b=0,c=this.CXihDh.length;b<c;b++)this.CXihDh.push(Math.round(Math.random())),c=this.CXihDh.length;return a(this.CXihDh[0])},new i(_0x528b).pjmjyW(),d=_0x528b.vaFgfD(d),a[g]=d}else d=h;return d},_0x528b(a,b)}function sortlabel(){function a(a,b,c,d){return _0x491cc9(d-1213,b-283,c-379,c)}function b(a,b,c){return _0x491cc9(c-684,b-161,c-80,a)}var c={FrKhe:function(a,b){return a(b)},LPRpa:"orderlabel",rXJPK:a(884,817,916,891),bzIQT:b(382,380,310,348),cVPSK:function(a,b,c){return a(b,c)},kBwSN:function(a,b){return a>b}};c[a(848,843,883,822)](sortPosts,sortBy=c[b(419,326,358,315)]);for(var d=0,e=0;e<postTitle[a(889,857,851,923)];)if(c[a(905,985,938,931)]!==c[b(215,208,260,334)]){temp1=postLabels[e],firsti=d;do d+=1;while(postLabels[d]==temp1);if(e=d,c.cVPSK(sortPosts2,firsti,d),c[b(370,382,335,347)](e,postTitle.length))break}else if(_0x128eeb){var f=_0x2b3841.apply(_0x1752ba,arguments);return _0x18d40b=null,f}}function sortPosts2(a,b){function c(a,b,c,d){return _0x491cc9(c-724,b-146,c-40,d)}function d(a,b,c,d){return _0x491cc9(a-1108,b-50,c-475,d)}function e(a,b){function d(a,b){return c(a-295,b-413,a-971,b)}for(var e=g[d(1375,1317,1367,1298)][d(1362,1349,1304,1302)]("|"),f=0;;){switch(e[f++]){case"0":h=postPublished[a];continue;case"1":postDate[a]=postDate[b],postDate[b]=h;continue;case"2":var h=postTitle[a];continue;case"3":h=postRecent[a];continue;case"4":h=postLabels[a];continue;case"5":postLabels[a]=postLabels[b],postLabels[b]=h;continue;case"6":postUrl[a]=postUrl[b],postUrl[b]=h;continue;case"7":h=postDate[a];continue;case"8":postTitle[a]=postTitle[b],postTitle[b]=h;continue;case"9":h=postUrl[a];continue;case"10":postRecent[a]=postRecent[b],postRecent[b]=h;continue;case"11":postPublished[a]=postPublished[b],postPublished[b]=h;continue;}break}}var f={};f[c(330,396,404,381)]=c(435,432,392,332)+c(378,312,328,336)+c(392,412,337,363),f[c(466,481,422,366)]=function(a,b){return a<b},f[c(376,358,312,351)]=function(a,b){return a-b},f[d(807,804,852,827)]=function(a,b){return a+b};for(var g=f,h=a;g.jTRxs(h,g[d(696,628,668,732)](b,1));h++)for(var i=g.qXLjY(h,1);g[c(454,475,422,454)](i,b);i++)postTitle[h]>postTitle[i]&&e(h,i)}function _0x491cc9(a,b,c,d){return _0x528b(a- -928,d)}function displayToc(){function a(a,b,c){return _0x491cc9(c-316,b-271,c-422,b)}function b(a,b,c){return _0x491cc9(a-1765,b-436,c-381,c)}for(var c={CmNCk:function(a,b){return a(b)},cCZBB:function(a,b){return a+b},iBGsF:b(1390,1358,1394,1411)+b(1325,1394,1407,1292),ohnBE:b(1451,1410,1526,1491)+"ctor("retu"+b(1441,1411,1462,1388)+" )",Feyup:function(a,b){return a<b},hcjkj:function(a,b){return a===b},KGSvx:b(1351,1271,1325,1317),iEqcl:a(-55,-114,-88,-108)+"="stm-site"+a(-14,-47,29,-44)+"><h4>Label : ",KXwPC:a(-60,-58,-114,-140)+a(-139,-39,-105,-120)+a(-104,-67,-73,-17)+"rap">",zZFZh:function(a,b){return a!==b},Blwad:a(-163,-174,-122,-62),wbvLx:"<a " href="",TPqFH:function(a,b){return a==b},fNDbf:b(1444,1462,1422,1400),zLlBR:a(-7,51,7,87)+"v>",LImsQ:function(a,b,c){return a(b,c)}},d=0,e=0;c[a(-97,-64,-115,-160)](e,postTitle[a(53,68,26,59)]);)if(c.hcjkj(c[b(1452,1473,1391,1433)],"MWMhU")){temp1=postLabels[e],document[b(1412,1401,1363,1348)](""),document[b(1412,1356,1471,1447)](c[b(1358,1287,1363,1355)](c[a(34,-73,-39,-45)]+temp1,c[b(1347,1374,1277,1359)])),firsti=d;do if(c[b(1413,1359,1445,1427)]("rWeBS",a(-75,-102,-103,-108)))for(var f=(b(1393,1465,1426,1351)+b(1459,1530,1534,1428)+a(-93,-34,-97,-81))[a(31,32,-17,-54)]("|"),g=0;;){switch(f[g++]){case"0":var h=_0x2f2593[_0x2a76cc];continue;case"1":h=_0x301f4b[_0x3557f8];continue;case"2":_0x37df06[_0x42337d]=_0x25bc2b[_0x3cb81a],_0x28ed36[_0xa7e86f]=h;continue;case"3":h=_0x798be7[_0x318483];continue;case"4":h=_0x32a6af[_0x5eba3b];continue;case"5":_0x415f3a[_0x3a3a67]=_0x50d502[_0x3c3c63],_0x482996[_0x74dd61]=h;continue;case"6":_0x59bc14[_0xe01f9d]=_0x5f101a[_0x44c723],_0x592362[_0x56e63c]=h;continue;case"7":_0x3115d2[_0x1859c1]=_0x5db7f1[_0x844d12],_0x3b210[_0x4e1f89]=h;continue;case"8":_0x28008a[_0x12eede]=_0x759ad1[_0x3048b6],_0x377096[_0x585372]=h;continue;case"9":h=_0x112b32[_0x238d92];continue;case"10":_0x33963b[_0x2aee32]=_0x1ba1d6[_0x578271],_0x270156[_0x1125f0]=h;continue;case"11":h=_0x34fb7a[_0x4c002b];continue;}break}else document[a(-99,36,-37,-118)](c.Blwad),document[a(8,-115,-37,23)](c[b(1358,1288,1340,1394)](c[a(112,60,36,49)],postUrl[d])+"">"+postTitle[d]),c[b(1462,1427,1393,1437)](1,postRecent[d])&&document.write(" - <strong"+b(1382,1417,1370,1402)+a(-85,-145,-86,-7)+"strong>"),document.write(c[b(1356,1320,1331,1346)]),d+=1;while(c[b(1462,1429,1393,1418)](postLabels[d],temp1));if(e=d,document.write(c[a(67,-56,22,-52)]),c[b(1438,1442,1485,1405)](sortPosts2,firsti,d),e>postTitle[b(1475,1533,1461,1549)])break}else _0x1d01d0=RJQXwY[a(-104,-149,-90,-137)](_0x2095d6,RJQXwY.cCZBB(RJQXwY[b(1326,1360,1303,1248)],RJQXwY.ohnBE)+");")()}document[_0x491cc9(-353,-378,-391,-312)](_0x5eecd9(189,262,190,203)+_0x5eecd9(421,415,398,382)+_0x5eecd9(367,306,321,301)+"ary?alt=js"+_0x491cc9(-356,-361,-411,-422)+_0x491cc9(-312,-357,-243,-322)+"-results=9"+_0x5eecd9(325,305,346,308)+_0x5eecd9(339,329,264,298)+"rttechmuke"+_0x491cc9(-279,-253,-212,-345)+"text/javascript'><"+_0x491cc9(-354,-349,-432,-334));
//]]>
</script>

Conclusion

This is all about adding create sitemap page in Blogger . I hope you enjoy this article. Please do share this article. And if you are facing problem in any section or you have any question then ask us in comment box. Thank you!

[random][fbig2][#e74c3c]
Powered by Blogger.