Showing posts with label বাংলাদেশ. Show all posts

পূর্বধলায় ওষুধ কোম্পানির গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

পূর্বধলায় ওষুধ কোম্পানির গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার লালমিয়ার বাজার নামক স্থানে ওষুধ কোম্পানির গাড়ির ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের নারায়নডহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া এলাকার মৃত শেখ জামির উদ্দিনের ছেলে। রিয়াজ উদ্দিন পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রোববার উপজেলার নারায়নডহর এলাকা থেকে মাছ কিনে তার নিজের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এমন সময় পেছন থেকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পিক-আপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ওষুধ কোম্পানির পিক-আপটিও জব্দ করা হয়েছে।

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যুনেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরিন নামের এক বছরের কন্যা শিশুর মৃত্যু মারা গেছে।

আজ শনিবার (৪ মে) দুপুরের উপজেলার চেংজানা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আফরিন উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খায়রুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘরের মোটরের জোড়া লাগানো তারে শিশুটি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সান্দিকোনা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, বিদ্যুৎপৃষ্টে চেংজানা গ্রামে আফরিন নামের এক শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Sakib May 18, 2014
কেন্দুয়ায় মোবাইল চুরির ঘটনা জানাজানি হওয়ার জের ধরে হামলা ভাংচুরের অভিযোগ

মোবাইল চুরির ঘটনা জানাজানি হওয়ার জের ধরে হামলা ভাংচুরের অভিযোগ

 

একটি মোবাইল চুরির বিষয়টি জানা জানি হওয়ার পর গ্রাম্য সালিশিতে সত্য সাক্ষ্য প্রদান করায় স্বাক্ষীদ্বয়ের উপর হামলা দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দুয়া উপজেলার পাইকুড়া গ্রামের মৃত সমর আলীর ছেলে মো: আক্কাছ মিয়া ও পাইকুড়া গ্রামের মৃত তুফানির ছেলে জাহেদ কেন্দুয়া থানায় ১৬ জনের বিরোদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায় একটি মোবাইল চুরির ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় এ নিয়ে গ্রাম সালিশি বসে। ওই গ্রাম সালিশিতে আক্কাছ মিয়া ও কামাল সত্য সাক্ষ্য প্রদান করায় তাদেরকে পথে ঘাটে অপমানসহ দেখে নেওয়ার হুমকি দিয়ে করে আসছিলো ওই গ্রামের মৃত জাফর আলী ফকিরের ছেলে ফারুক গংরা। এরই মধ্যে গত ১৫ ই এপ্রিল দেশীয় অস্ত্রে শস্ত্রে সজিত হয়ে আক্কাছ ও
অন্যান্য লোকদের উপর পরিকল্পিত হামলা চালায়। আক্কাছ মিয়া অভিযোগ করে বলেন হামলাকারীরা তার মনোহারী দোকানপাট ভাংচুর করে এবং কিছু নগদ টাকাও নিয়ে যায়।

এ ঘটনা মিমাংসার লক্ষ্যে গত ১৬ই এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি পুলিশের পক্ষ্য থেকে উদ্যোগ করা করা হয়। কিন্তু আক্কাছ মিয়ার অভিযোগ মিমাংসার প্রস্তাব পেয়ে তারা সালিশেতে বসতে রাজি থাকলেও প্রতিপক্ষ্যের জাহেদ, ফারুক, ইসলাম উদ্দিন গংরা সালিশে বসার আগের দিনেই আক্কাছ মিয়া ও তাদের লোকদের উপর হামলা চালায়। এলোপাতারি হামলায় আক্কাছ ও তার গ্রুপের লোকজন গুরুতর আহত হয়। আক্কাছ এই ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবী জানান।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম বলেন, ঘটনা ঘটার পর আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে চেয়েছিলাম কিন্তু এক পক্ষ যদি মিমাংসায় বসতে রাজি হয়ে পরবর্তীতে গ্রাম সালিশ বৈঠকের আগেই প্রতিপক্ষের লোকদের উপর হামলা চালায় সে ক্ষেত্রে আইনী কঠিন প্রদক্ষেপ ছাড়া আর কী করা আছে? মিমাংসার প্রস্তাব না মানার কারণে আর মিমাংসা হয়নি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ফারুকের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

[random][fbig2][#e74c3c]
Powered by Blogger.